* হারাই নিরুদ্দেশে * —- রাফিয়া সুলতানা
-
আপডেট টাইম :
রবিবার, ১১ জুলাই, ২০২১
-
৩০৩
বার
চলনা সখি হারাই দুজন
হাওয়ায় ভেসে ভেসে
মেঘবলাকার বেশে
দূর অজানা কোন দেশে!
চলনা সখি গাইবো কুজন
দুলিয়ে এলো কেশে
উল্লসিত হেসে
বায়ে সুবাস যেমন মেশে!
চলনা সখি সাজবো সুজন
বসবো কাছে এসে
গাছের গোঁড়ায় ঠেসে
কোন বনের ধারে ঘেঁসে!
চলনা সখি সাঙ্গ খুঁজন
পেলাম তোকে শেষে
অনেক অন্বেষে,
এবার- হারাই নিরুদ্দেশে!
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply