হয়তো কথা বলবে না আর, হয়তো দেখা হবে না আর
আছে ভালোবাসাবাসি,
প্রকাশিত কিছু কবিতার গুচ্ছ,তোমার কাছে হয়তো তুচ্ছ—
———অবেলার হাসাহাসি।
হয়তো তুমি শরতের অনুকরণ,কিংবা শ্রাবণের বর্ষন
কিংবা আষাঢ়ী কদম ফুল,
এই যে আমি বহতা নদী,বহে যাচ্ছি নিরবধি
——–পাইনা একুল ওকুল।
ভেসে ভেসে যাচ্ছি হেসে,জানি না তা কোন্ বা দেশে
সাগর ঘেঁষে—
বাষ্পীয় হয়ে আবার উড়ি স্বর্গবাসে।
আবার ঝরি বর্ষা এলে,তোমার কোলে ওই উঠানে,
নূপুর ছুঁয়ে, যাই ভিজিয়ে,আলতা রাঙা চরণে।
বলো তুমি—
দাও যেতে দাও,ভালোবাসায় কেনো ঠেকাও
কোন্ বা অধিকারে,
বৃষ্টি ভেজা এইদিনে,পিছু পিছু কোন্ বা বনে, হাঁটো অতল গহ্বরে।
বলি সখি —
আয় ছুটে আয়,
উথাল-পাথাল ওই মোহনায়
অনুভবে আমায় পাবে,হয়তো মালা পরিয়ে নেবে —
এই সুবাদে রাঙ্গিয়ে দেবো, তোমার আঙ্গিনায়।
এও বলি—
একদিন আমি আন্দালিব হবো,
মুশল ধারে বৃষ্টি হয়ে, আঁকড়ে থাকবো বদনে,
অবলীলায় বলবো কথা,
ভুলিয়ে দেবো দুঃখ ব্যথা—বাহুডোরের আলিঙ্গনে।
রাত পোহালে,
পাপড়ি মেলে
দোল দুলুনি, ওই না পাশে, ওই না বাতায়নে,
প্রাতঃকালে ঘুমভাঙানি
কফির চুমুকে ছলছলানি
হাসির ছলে মান ভাঙানি, ওই না কুঞ্জবনে।
হয়তো আমি তোমায় চিনি, হয়তো আমি তোমায় চিনি—
২৭/৬/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন”
Leave a Reply