স্বপ্নমায়া ..
স্বেচ্ছায় উধাও হও নিরুদ্দ্যেশের সীমায়
ভেঙে গুড়ো গুড়ো হয়ে নিশ্চিহ্ন হওয়ার আগে নিজেকে বাঁচাও !
উড়ে যাও দূরে বহুদূরে অন্ধকার ডুবানো কোনো সত্য ভুবনে ,
তোমাকে খুঁজেপেতে দিও না মিথ্যে আলোয় কাউকে ।
কৈশোরেই থমকে দাঁড়াও
মিথ্যে হাতছানি আর কোনো দূরাশার পথে পা বাড়িও না ভুলে ।
সব কিছু উপেক্ষা করে বাঁচাও নিজেকে ,
নইলে..নইলে আত্মঘাতী হও
তবুও বাঁচাও নিজেকে !
বিশ্বাস করো গভীর বিশ্বাসে …
বিশ্বাস করো দহনে দহনে অঙ্গার হওয়া অভিজ্ঞতাকে
তিক্ত বিরক্তির নিদারুণ প্রমানে একবার বিশ্বাস রাখো
বাস্তবতা তোমাকে বাঁচতে দেবে না ।
বাস্তবতা সঙ্গ দেবে না তোমায় ।
তোমার কৈশোর ফুরানোর আগেই তুমি মলিন হবে
যৌবনের ঝলমলে সৌন্দর্য , বার্ধক্যের তীক্ষ্ণ গাম্ভীর্যের আগেই বিলীন হবে তুমি ।
স্বপ্নমায়া …
তোমার সব রং কেড়ে নেবে নিয়ম অনিয়মের জলোচ্ছাস
অনুভূতির ভাজে ভাজে রঙিন যতো আকিবুকি
ধুয়েমুছে ফিকে ম্লান করে দিবে সব নিঃসঙ্গতায় ,
বেঁচে থাকতে পারবে না তুমি সরলতায় , বাঁচতে পারবে না তুমি কঠিনের রুঢ় বাস্তবতায়
স্বেচ্ছায় পালিয়ে যাও তুমি ,
আর এভাবেই …
তুমি বেঁচে থেকো শুধু কল্পনার কারুকার্জ খচিত মিথ্যে মায়ায় ।
Leave a Reply