শুনো মেয়ে তোমাকে সমাজ থমিয়ে দিবে।
কিন্তু তুমি সাহসী, তুমি পারবে
এই লড়াইয়ে টিকে থাকতে।
শুনো মেয়ে তুমি অনেক বড় হবার কথা-
তাহলে এইখানে কেন আছো থেমে?
তুমি এগিয়ে যাও, নিজের মতো করে
সাহসী চেতনায় কুসংস্কার জয় করে।
শুনো মেয়ে তোমার জীবনের লক্ষ্য
তোমারি তৈরি করতে হবে!
তোমাকে ভেঙে দেওয়া জন্য
হাজারো উইপোকা আসবে
তুমি তাদের পায়ের নিচে পিসে
এগিয়ে যাও-
তোমার জীবনের রেখা পথে।
তুমি সাহসী, তুমি অবশ্যই পারবে
তোমাকে পারতে হবে।
এই সমাজ, এই জাতি-
তোমার ভালোতে হিংসা করবে
মন্দতেও কটাক্ষ করবে এটাই তাদের নীতি।
শুনো মেয়ে তুমি ধর্ষনের শিকার হলে
মৃত্যুকে করোনা আপন।
তুমি মরে গেলে এই সমাজ, এই জাতি
আহা-উহু-আহারে ছাড়া কিছু করবে না!
তাই তোমাকে জাতির মুখোমুখি হয়ে বাঁচতে হবে
নোংরা-নর্দমায় পড়ে থাকা সমাজ
প্রতিটা মূহুর্তে কিঞ্চিৎ কিঞ্চিৎ করে
তেমাকে শেষ করতে চাইবে-
তুমি তাদের মুখে থুথু দিয়ে দামড়ে বেড়াবে।
তুমি সাহসী বীর কন্যা
তুমি পারবে, তোমাকে পারতে হবে;
বিজয়ী হতে হবে এই অসুস্থ সমাজের নিজের মতো করে!
Leave a Reply