1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

সময় ক্ষত – – – সাহিদা সুলতানা রীমা

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৭২ বার

নীরব নিথর বসে আছে সময়,
অপচয়ের এক বেলাতে ঘুমায়।
যত হায়,সন্মুখে ছুটে যে যাই
সময় যেন পিছে পড়ে যে রয়।
মনের গভীরতা আছে যে নুয়ে,
আশার সময়ের পথ যে চেয়ে।
বল কি বিরহে, হই যে জড়ো
মনের কষ্ট কেন এত যে বড়।
কবে হবে মুক্তি, প্রবাসের বাস
দেখা পাবো প্রিয় মানুষের আশ।
জননীর ভাবনা সবার উর্ধ্বে হয়
সে কথা জানে জগৎ সব ময়।
বিধাতার ভাগ্য কি দিয়ে গড়া
রেখে দেয় শুধু কড়া পাহারা!
জলের নীরব শ্রোতে যে হারাই,
সময়কে কত কি প্রশ্ন করে যাই।
কভু পাই না কোন সঠিক উত্তর,
জগতের সবই যেন দুঃখে দত্তক।
কালের প্রহসনে, মানুষ যে আহত,
কত কথা,ব্যথা সময়ে হলো ক্ষত।
(বাসার সন্মুখের রাস্তাটি)
তারিখঃ ৯.৬.২০২২
May be an image of road and street

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..