1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

# সমসাময়িক গল্প — মমতাজ পারভিন

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৪৭ বার
হ্যালো তরু কেমন আছিস?
আমার আর ভালো থাকা। যার দুই দুইটা বিচ্ছু সন্তান আছে । কি যে যন্ত্রনা করে। তারপর আবার বাজার ঘাট সব আমারই করতে হয়। বর তো সংসারের কিছুই দেখে না। কি যে যন্ত্রনায় আছি। তুই কেমন আছিস যুথি?
ছেলেটা এতোদিন বাসায় ছিলো। ক্যাডেটে চলে গেলো। মনটা খুব অস্হির হয়ে থাকে। দোয়া করিস ছেলেটার জন্য। আর সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালই আছি।
তুই তো ভালো থাকবিই। তুই তো সোনায় সোহাগা। একমাত্র ছেলে ক্যাডেটে চান্স পেলো। তোর বর তোকে কত সময় দেয়। ঘর কুনো স্বামী। তোর বর জাপান থেকে কবে আসবে?
একবছরের ট্রেনিং তো ৬মাস গেলো আরো ছয় মাস পরে আসবে। তরু যে জন্য তোকে ফোন দিয়েছি। তুই কি জসিম আহমেদ নামে কাউকে চিনিস। তোর ফেইস বুক ফ্রেন্ড।
হ্যা চিনি। বড় ভাইয়ের বন্ধু। কেন রে? তোকে কিছু বলেছে?
আর বলিস না কয়েকদিন ধরে ম্যাসেনজারে অনবরত নক করেই যাচ্ছে। ভাবছি ব্লক দিয়ে দিবো।
জসিম ভাইয়ের বয়স প্রায় পঞ্চানো বছর। মেয়ে একটা বিয়ে দিয়েছে। আর একটা ভার্সিটিতে পড়ে। উনার বউ এক সময়ের ডাকসাইটের সুন্দরি ছিলো। আমি যতটুকু জানি তাদের স্বামি স্ত্রী সম্পর্কও ভালো।
এসব কি বলছিস? লোকটা আমার ম্যাসেন্জারে লিখেছে তার বউর সাথে সম্পর্ক ভালো না। খুব অসুখি মানুষ। তাই আমার সাথে বন্ধুত্ব করে এসব দুঃখ শেয়ার করতে চায়।
যুথি জসিম ভাই এসব লিখেছে তোকে!!! আরে জসিম ভাই ভাবিকে খুব ভয় পায়। ভাবি যদি জানে এসব কথা, জসিম ভাইকে পানি দিয়ে গিলে খাবে।
তোর মেসেন্জারে সব দিয়ে দিচ্ছি দেখ তুই। শোন তরু এ ধরনের পুরুষ মানুষরা দীর্ঘ বিবাহিত জীবনে এক মুখ দেখে দেখে ক্লান্তি বোধ করে তখন তারা ফেইস বুক সাগরে জাল ফেলে নতুন মুখ খুজে। এ ধরনের পুরষদের সবারই একই গল্প। দুঃখি বিবাহিত জীবন, আর নিঃঙ্গতা একাকীত্ব। এসব কথা বলে পর নারীকে বশিভুত করতে চায়। এসব পুরুষরা নিরাপদ গুপ্ত পরকিয়া সম্পর্ক চায়। শুধু পুরুষ না কিছু কিছু মহিলারাও আছে এসব নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে। এসব পুরুষ মহিলারা ঘরে বাহিরে দুই নৌকায় পা দিয়ে নির্দিস্ট ছন্দে ব্যালেন্স করে চলছে। এটাও একটা নব্য ফেসবুকিও সংস্কৃতি।
যুথি তুই ঠিক বলেছিস। মানুষের গড় আয়ু ষাট বছর। আমরা আমাদের জীবন নিয়ে ভাবি না। আমরা কি আমল নামা নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি। দুনিয়াতে তো থাকতে পারবো না। মৃত্যুর স্বাদ তো একদিন নিতেই হবে। আমার প্রতিটা কর্মের হিসার আল্লাহর কাছে দিতে হবে। ধর জসিম ভাই, সেকি মৃত্যুর কথা ভাবে। যদি ভাবতো, তাহলে ফেইসবুক সাগরে জাল ফেলতো না । হিসেবে সে পাঁচ বছর বাঁচবে। তার তো মৃত্যুর কথা ভেবে ভেবে জায়নামাজে থাকার কথা। পর নারীর কথা মাথায় আসার কথা না। এসব বাজে লোকদের নিয়ে কেন এতো কথা বলছি। শোন যুথি জসিম ভাইকে ব্লক দিয়ে দে।
জসিম ভাইকে নিয়ে মাথায় একটা বুদ্ধি এসেছে। জন্মের শিক্ষা দিবো। তোকে জানাবোনি। রাখিরে। ভালো থাকিস।
চলবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..