1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

শেষ প্রতিক্ষা ———————- মো: সাহাব উদ্দিন

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ বার
ফেলে আসা দুঃখ স্মৃতি,আসে বার বার,
খুজিনি তাই হেথা সুখ।
কঠিন শ্রমের কাজে,ঘর্মাক্ত দেহ নিয়ে,
কাটাই জীবন, প্রবাসে এসে।
ক্লান্তি শেষে অবসরে বসে,
হৃদয়ের চোখ খুলে,সদুর প্রান্ত হতে,
দূর পথে চেয়ে থাকা,দুঃখ ক্লান্তি মাখা,
অসহায় মলিন বদন, আমি দেখিয়াছি,
দেখিয়াছি তোমায় আমি,
শত কোটি বার।
পরবাসী হলে তুমি ভিন দেশে,
নিজ দেশে আমি পরবাসী।
প্রতি দিন শেষে আসে রাতের আঁধার,
তোমার স্মৃতিগুলি নানা রংএ আসে,
ফিরে যায় ঝড় তুলে,
ছিঁড়ে যায় সকল বাঁধন, হৃদয়ের তার।
অন্তরে গাঁথা মোর,
চেনা তব, মায়া ভরা স্বর্ণ বদন।
না পাওয়ার মোহে ভাবি,
কোথা তব হৃদয়ের টান।
কোথা তুমি?
প্রতিক্ষার শেষ কোথা?
কোথা আছ জান!
ধন-মান যাপিত জীবনের মোহে?
ফুটন্ত ফুলবাগে, নিরাপদ নীড় দেখে,
কোকিলেরা ঘোরাফেরা করে,
ডিম ফুটাবে তাই, ডেকে যায়,
দিবানিশি, বেলা অবেলায়।
বিরহিত রাংগা চোখে, জেগে থাকি,
তোমার আশায়।
আমার জীবনের সব ঋতু,
মিশে যায়, প্রকৃতির ঋতু সাথে,
ঘুরে ফিরে আসে আংগিনায়,
মধুর স্নেহ ডোরে বেঁধে,
শান্তনা দেয়!সোহাগ ছড়ায়।
আমার অজান্তেই, আমার গোপন কথা,
সব যন্ত্রণা,সব অনুভূতি,
জেনে গেছ ষড়ঋতু,
মিশে গেছে হৃদয়ে হৃদয়।
গ্রীষ্মে উদাম হয়ে, আলুথালু গায়ে,
পুলক দৃষ্টি ফেলে বসি,ছায়া আংগিনায়,
চির চেনা ছোয়া পেতে,
ঝিরিঝিরি হাওয়া।
জানি না কবে পাব, সাইক্লোন হাওয়া?
ঝড়ের বাতাসে,কুড়াইব হরষে,
কাঁচা-পাকা আম। পাব কি-না কাছে!
খাওয়াব আম,জাম,
লিচু,কলা আর-ও কত,
তুমি যাহা চাও,
দিব তা,উজার করে প্রান।
বর্ষায় বৃষ্টি আসে,ঝাপটা দাপটে ভেসে,
গায়ে পড়ে,কি যে ভালো লাগে!
নদী চর খাল বিল ভরে যায় বর্ষার জল।
নদীর স্রোত ধারা, হয় বেগবান।
পন্যে নৌকা ভরে, মাল্লারা দাঁড় টানে,
সকাল বিকাল। নানা রং বাদাম উরায়।
হৃদয়টা ঘরে ফেলে, ভিন দেশে যায়।
মেঘের ভেলা গুলি,
বর্ষার শেষে খেলা করে,
ছুটে চলে আকাশে,দিবা নিশি ভোরে।
আমার হৃদয়টা ছুটে চলে,
দিশেহারা হয়ে,
তোমাকে দেখিতে যাই,মেঘের ভেলায়।
সারাদিন খুঁজে খুঁজে, না পেয়ে তোমায়, ফিরে আসি নিজ আংগিনায়।
শরতে শাপলা বিলে,নানা রং ফুল,
শালুক,পদ্ম পাতা দোল খায়,
নৌকার ঢেউয়ে, বাতাসে বাতাসে।
রংগিনে ঝিলিমিলে, হৃদয় জুরায়।
নদী তীরে, বিল ধারে,
কাঁশবন সাদা ফুলে, সুরভী ছড়ায়,
হৃদয়টা মোহিত হয়,দু:খ ভুলায়।
শরতে নদী মাঝে, চর জাগে,
মাঠ, ঘাট,বিল, ঝিল শরতে শুকায়।
বর্ষা শেষ হলে, মাছেরা গভীর জল খুঁজে। ছুটে চলে নিরাপদ, বেশি পানি,
নদী, বিল, ঝিল,ডোবা ও পুকুর।
ছেলে, বুড়ো,জেলে,চাষি,
উৎসব মুখরে ভাসি,
মাছ ধরে রাশি রাশি,
রাত জেগে ঘুম করে নাশ।
হেমন্তে ধান পাবে,
ফসলের মাঠ করে চাষ,
শরতেই খাটে, নাই আরাম আয়াশ।
সকল কজের ফাঁকে আশায় আশায়,
তোমাকে মনে করে, দিন পার হয়।
হেমন্তে মৌ’রা, সদর্পে দল বেঁধে আসে,
হরিতের ক্ষেতে,মধু আহরোণে;
ভালবেসে কোলাকুলি,জরা জরি করে,
চুম্বনে লিপ্ত হয়, চুষে চুষে মধু নেয়,
কি যে আহ্ ভালো লাগা নেশা।
আমার হৃদয়ের সপ্নীল আশা গুলি,
নব নব সৌরভে,শিহরণ জাগে,
হৃদয়ের কানায় কানায়,
জোয়ারে ভাসে দুই কুল,
হাহুতাশ আবিষ্টমনে,
আবেগে বিলিন হতে,
ছুটে চলে, সাগরের মোহে।
শীতের আমেজ ভরা,শাক, ফল ফুল,
এনে দেয়,অনাবিল আনন্দ অতুল।
কুয়াশায় ছেয়ে যায়, সারি সারি গাছ,পাতা, সাদা সাদা ফুল,
অভিভুত লাগে চারি দিক একুল ওকুল।
কুয়াশা শীতল হাওয়ায়,
জড়সর শিশু কেকোলে নিয়ে,
অসহায় মা,
শাড়ীর আঁচল দিয়ে ঢেকে,
উঠানের কাজ সেরে,
হেসেলে রান্না বসায়,
কৃষক-শ্রমিক,ভ্যানওয়ালা,
রিকসা চালক,
খড়কুটা, লতাপাতা, ডাল-পালা দিয়ে,
আগুন জ্বালায়ে করে শীত নিবারণ,
সকালটা হতে লাগে রোদের কিরণ।
খেজুরের গুরে পিঠা,
শীতে খেতে লাগে মিঠা,
তুমি ছাড়া খেতে মন করে যে বারণ।
সারা রাত জারি,সারি, ঘাটু, পালা,
মারফতি গান গাওয়া, মঞ্চ নাটক।
মসজিদ মাদ্রাসা মাঠে, ধর্ম বয়ান শুনে,
মন হয় আবিষ্ট, অন্নেষা জাগে অফুরান।
বসন্তে ডেকে যায় কোকিলের কুহু,
পৃথীবিটা মেতে উঠে, জেগে উঠে মোহ।
ঝর ঝরে দেহ মন, প্রফুল্ল ছড়ায়,
প্রবাসে বুঝিবে তা, মনে যদি হয়।
ফুলে ফুলে ভরে যায় আমার আলয়,
প্রজাপতি নেচে-গেয়ে গন্ধ বিলায়।
বসন্ত ঋতুতে, বৃষ্টিতে ভিজে যায়,
ফসলের মাঠ।
সোনার ফসল হবে, কৃষকের ঠাঁট।
ফাগুনেও যদি না, হয় বর্ষণ,
বৃথা যাবে কৃষকের মাঠ কর্ষণ।
কৃষকেরা চেয়ে থাকে হবে বর্ষণ?
আমিও চেয়ে থাকি হয়ে পেরেশান,
তোমার প্রতিক্ষায়, সারা দিনমান।
কবে আসিবে ফিরে?
তোমার আগমনে,আগমনি সুর বেজে,
এ আলয় স্নিগ্ধতা হবে ভরপুর।
আসিবে কাছে তুমি ,মন বলে তাই,
অন্তর জ্বালায় হিয়া পুড়ে হয় ছাই,
মিলন বিরহে কাঁদে মন,
কাঁদি একা,কাঁদে ঘর,ফুল শয্যা,
কোকিল কোকিলারা কাঁদে,
এক ঝাঁক কাক করে উথাল পাথাল,
চড়ুই পাখিরা করে কিচির মিচির,
তরু লতা গাছপালা নিরব নিথর।
ব্যথাহত হৃদয়ে আমি, তোমার ব্যথার,
খবর নিতে পুড়ি, হয়ে ছারখার,
এস এম এস করি,
পাও কি! পাও না তুমি?
ষড়ঋতু ফিরে আসে,নব নব রুপে,
শান্তনা দিতে বার বার, সারাটি বছর।
হে মোর ভালোবাসা!অগ্নি হরণ!
আমি জানি, তুমি জান,হয়নি মরণ।
আর কিছু সময় কি নাই তব কাছে?
আমাকে বাসিতে ভালো,
তোমার হৃদয় নিয়ে,
আসিবে না কাছে?
হ্যাঁ,আসিব তোমার কাছে,
তোমার আলয়,
প্রবাস ছেড়ে আমি,তোমার পরশ পেতে,
ফিরিব নিকুঞ্জে তোমার।
,স্নেহের পরশ পেয়ে, তুমিও ধন্য হবে,
আলোর আলেয়ায়,
আঁধার দু:খ তব শেষ হবে,
হৃদয়ের হাহাকার ক্রন্দন,
ধ্বনিবেনা আর,নিখিল ভুবনে।
জুড়াইবে প্রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..