এক মুঠো কথাটি বলা কতটা সহজ “আমরা সবাই একসঙ্গে থাকবো”তুমি আমি একই কথা বলবো
এই কথাটি যে কতটা সত্য, কি করে বুঝবো!
না পাওয়ার এত ভিড়ে একসঙ্গে থাকা মানুষ টাকে কি ভাবে খুঁজবো!
খুঁজবো আমরা প্রতিদিন, তাকে আমরা না পাওয়ার দেশে, পাবোনা তাকে শুধুই ক্লান্ত হয়ে ধুঁকবো!
এই ভাবেই আমরা বহু দূর চলবো!
কখন ভালোবাসার সমুদ্রে
মাঝপথে হারাবো, হাত বারালে পাবোনা বন্ধু পাবনা ভালোবাসা পাবো শুধু অজস্র ভালোবাসার বিষ বৃক্ষের ছায়া!
পৃথিবীতে আর কিছু নেই
শুধুই ধোঁকে আর মায়া!
ভালোবাসার নামে নাট্য মঞ্চে কখন ও শেষ চুম্বনে কখনও
আঁকড়ে ধরে খানিক অভিনয় করবো!
করতালিতে মিশে যাবে
আমার রঙ্গমঞ্চ ভরে যাবে
হৃদয়ের এক অংশ শুধু
অট্টহাসি হাসবো!
প্রতিদিনের মত নিজের
সঙ্গে লড়াই করবো!
কখনও না পাবার যন্ত্রণায়
কাঁদবো!
চিৎকার করে বলবো আমি জিতে গেছি ফিরে এসে আবারো ভালোবাসার কলম চিবুকে কত কবিতা লিখবো!
তোমার রঙ্গ মঞ্চে তোমাকে বারবার ভালোবেসে তোমার নাট্য শালায় এইভাবে ধুঁকে ধুঁকে বাাঁচবো!
বিশ্বাসরা যতই ধুঁকুক তুমি ফিরে যেওনা, আমি
তোমার উপর বিশ্বাস রাখবো
ভালোবাসতে পারবো!
Leave a Reply