আমি প্রতি রাতেই নির্ঘুমে কাটাই
মাঝে মধ্যেই শব্দ খুঁজে বেড়াই..
শব্দের পাশে আর এক শব্দ বসাই
ছন্দ মেলাই পংক্তি সাজাই।
শব্দ খুঁজি তারার দেশে
আকাশ যেথায় সমুদ্রে মেশে,
রাস্তাঘাটে আশেপাশে
কিছু শব্দ ট্রামে বাসে।
ট্রাফিকে পাতা ভিন্ন হাতে
রং চড়িয়ে মুখে যারা দাঁড়ায় পথে ,
কুকুর মানুষ একই সাথে
শুয়ে থাকা ফুটপাতে।
আমি শব্দ খুঁজি ও দুই চোখে
যেথায় স্বপ্নগুলো সাজিয়ে রাখে,
বেদনার কাজল মেখে
কান্না গুলো লুকিয়ে থাকে।
ঝর্ণা পাহাড় পাখির ধ্বনি
তারার কথা
চাঁদের হাসি শুনি,
অলির-কলির প্রেমের বাণী
আমি ভালোবাসায় শব্দ বুনি।
আমার শব্দ গুলি সরল সহজ
কঠিন ভাষা বোঝেনা মগজ,
মনের কথা বলার গরজ
তাই হৃদয় থেকেই শব্দ খরচ।
হ্যাঁ, আমি সবখানেতে খুঁজে বেড়াই
রোজনামচায় শব্দ কুড়াই।
শব্দের পাশে শব্দ বসাই
ছন্দ মেলাই পংক্তি সাজাই।।
Leave a Reply