লকডাউনে বন্দি আমি ঘরের কোণে
উথাল-পাতাল স্বপ্ন ঘোরে মনের বনে।
দেখছি না তো ফুটছে কেমন কৃষ্ণচূড়া
দূর আকাশে উড়ছে পাখি মোহনচূড়া।
জানছি নাতো মাধবকুন্ডের জলপ্রপাত
কেমন করে দেয় ভিজিয়ে পরীর দুহাত!
পরীর রানী উড়ে বেড়ায় জোছনা রাতে
পরশ বুলায় সখিরা তার নীল পাখাতে!
কেমন আছে সবুজ গাঁয়ের মানুষগুলো
গরুর গাড়ি যায় কী ছুটে উড়িয়ে ধুলো?
জোছনারাতে আলোর বাহার যখন ছোটে
আকাশপারে থালার মতো চাঁদ যে ওঠে-
তখন গাঁয়ের সবাই মিলে গল্পে মাতে–
গহীন পাখি ডাক দিয়ে যায় মধ্যরাতে!
থোকা থোকা আলোর জোনাক বেলির ঝাড়ে..
হিজল ফুলের গন্ধ ভাসে পুকুরপাড়ে…!!
***
লকডাউনে এই যে আমি আটকা ঘরে,
মন ছুটে যায় বন পেরিয়ে তেপান্তরে।
তেপান্তরের মাঠ পেরিয়ে সন্ধ্যাশেষে..
চারদেয়ালে আটকে থাকে মনটি এসে।
—————–=——————–
Leave a Reply