ওই ভয়! শুনশান নীরবতা অন্তিম চোখ তুই বসে থাক
দেখ উড়ে আয় জুড়ে আয় শালিখ ঠোঁট- লাল গোলাপ
বিষন্ন দুপুরের ছায়া মার, কে কি কয় তোর বাপ বিলাপ
ঝি ঝিকঝিক উঠে পর, দেখ শরীরের কলা বিগতশোক
এখন দেখছি একদল শাদা প্রজাপতি আলোর মুখোশ ওইযে নিলাম হয় ডানা নাড়ানোর ক্ষমতা ও পরশীর পেশী শক্তি নিয়োগে মহান বিচারকের আসন। এই দেখতে দেখতেই চলে যায় আমাদের এক দীর্ঘ বিপন্ন জীবন। আর হামাগুড়ি দিয়ে পড়ে কিছু শুয়োরের বাচ্চারা হোয়াইট ওয়াটার ট্রিপের জন্য। তারা তাদের জন্য একটা সুদূর অতীত পরাজয় বয়ে নিয়ে যায় আর মানুষ ঠকায়। আচ্ছা তোরা দু’টো জড়োপাসক উপসালয়ে যা আর দেখ কারা খেয়ে নেয় উটের দুধ। লোকে বলে রাতের ট্রেন ও লোক প্রশাসন এখন একটু নড়ে-চড়ে বসুক কি হয় এমন একটু চিন্তা!
Leave a Reply