চাঁদটা দেখ জ্যোৎস্না দিয়ে
জিকির করে তাঁর
তারাগুলো তসবিহ দানা
কী যে চমৎকার।
আল্লাহু আকবার
(পড়ে) আল্লাহু আকবার..
শাপলা -শালুক জলের মাঝে
দু’হাত তুলে চায়
কেঁদে কেঁদে বলে প্রভু
মাফ করো আমায়।
বৃষ্টি ফোঁটাও ঝিরিঝিরিয়ে
গায় গুনগান যাঁর..
আল্লাহু আকবার
(পড়ে) আল্লাহু আকবার…
প্রজাপতি বক্তা হয়ে
বসে ফুলের মাঝে
সুবাস ডানায় আতর মেখে
সাজে দ্বীনের সাজে।
মেঘের মাথায় পাগড়ি বাঁধা
শোকর করে হায়!
শিশির কণা ঘাসের বুকে
সেজদাতে লুটায়।
এই পৃথিবীর সৃষ্টি সব-ই
রবের উপহার..
আল্লাহু আকবার
(পড়ে) আল্লাহু আকবার…
Leave a Reply