আমার যেতে ইচ্ছে- করে ময়না মতির ওপারে –
যেথায় স্বপ্নে ঘেরা পল্লী মায়ের শীতল পরশ জুড়ে”৷
সেথায় প্রাণের বধু লেখতো চিঠি ভাঙ্গা ভাঙ্গা হাতে-
লেখতো প্রিয়
আর কত দিন থাকবো আশে তোমার ছোঁয়া পেতে”৷
কাল পরশু যে গেলো চলে সপ্তা ঘুরে দীর্ঘ শ্বাস-
বারো মাসের পুঞ্জিকা ফের আইলো ফাগুন মাস ৷
জৈষ্ট্য গেলো রসে ভরা আষাড়ে নদীর বান
শ্রাবণ মাসে বৃষ্টি ভেজা আকুল করে প্রাণ ” ৷
ভাদ্র মাসে তাল পাটালী রাখছি যতন করে
কখন তুমি আসবে আবার আমার ঘরে ফিরে ” ৷
একলা ঘরে রাত কাটেনা শোনে ঝিঁ ঝির করুণ সুর
জোঁনাক বাতি আমার সাথী কেঁদে হয় নিশি ভোর ” ৷
অগ্রাহায়নে নতুন ধানে গন্ধে ভরা গা
পৌষে মাঘে পালা পার্বনে পিঠা পুলি দুধে ভিজানো তা ” ৷
ইষ্টিকুটুম নাইওরি দেখে কত চেয়ে কাটে পথ পানে
প্রিয় সখা
কবে হবে দেখা তোমার নিটোল প্রানের সনে ” – II
এ জাতীয় আরো খবর..
Leave a Reply