তলপেটে ক্ষিদে তোর পাথর পাথর!
রসের সমুদ্র কবে করলি হাবিস?
বোটাও চুষতে ভয়, নখের ধর্মে আছে
আমাকে কি দিবি তুই দে তবে স্নেহ
কেন দোষ দেবো তোকে
তোর মতো আমারো শরীর কাৎরায় ক্ষিদে..
একথালা
মাড়ভাতের কাছে হেরে ভূত রমণের সুখ
বিছানা- ছানা দিলে কি হবে নিয়ে
বাৎস্যায়ন যাক মরে, শরীরে সাঁকো হোক
পরজন্মে কোনো
মন আমাদের শীতল গীতল লিঙ্গটা কেচো
তবু তো মাগভাতার। যাগযোগহীন
ঐ দেখ শালুরা আসে ধম্মের ফেরি
নিয়মের বিবাহ মাগে রীতিফিতির ভেড়ি
আমরা দুটোই মড়া অক্ষম প্রেমের জিন..
Leave a Reply