অনেকদিন দেখিনা মা কে
মনে হয় এইতো সেদিন
মাস ,বছর , যুগ পেরীয়ে
মনের খাঁচার যন্ত্রনাকে
যেমনি পাখি পুষে রাখে
চোখের তারায় আকাশ থাকে
সেথায় এসে মা যে ডাকে
ভালবাসার রাত দিন।
কবে যে ছেড়ে চলে গেছে
ছায়ার মতো পিছে পিছে
স্মৃতিগুলো সব মিছে
মা আমার হারিয়ে গেছে!
নিখোঁজ ,নীরব ,নিথর হোয়ে
শোরগোলের লোকালয়ে
হিমের পরশ বুলিয়ে দিয়ে
দূরে কোথাও যায় মিলিয়ে।
মা আমার সুদূরের হাতছানি
সুরের মূর্ছনায় শিহরিত বানী!
Leave a Reply