জমে থাকা কষ্টগুলো এক সময়
বোবা হয়ে মরার মতো বেঁচে থাকে,
বেঁচে থাকে অনেক গুলো মৃত স্বপ্ন,
এভাবে জীবন চলে না চলা পথকে অনুসরণ করে,
কষ্টগুলো একদিন বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্য নিয়ে ,
মৃত কোন নদীর মোহনায় ,
নদীটির নাম জানা হলো না ,কি বলেই বা প্রশ্ন করা যায়,
কিছু প্রশ্ন থেকে যায় অপূর্ণতেই
অগত্যা বোবার মতো ফুপিয়ে কেঁদে ফেরা।
পৃথিবীর কাছে কিছু চাওয়ার প্রত্যাশা না থাকলেও ,
কিছু চাওয়া নিজে থেকেই চলে আসে
এই যেমন মৃত স্বপ্নকে যদি জাগিয়ে তোলা যায়,
আবার মরা নদীটির কাছে ইগো না দেখিয়ে
নাম না জেনেও তো প্রশ্ন করা যেতে পারে,
এটাও কিন্তু একটা দ্বায়িত্বে পড়ে,
জীবনের কাছে কষ্ট যেমন একটা অধ্যায়
তেমনি করে নতুন কিছু সৃষ্টিও একটা অধ্যায়।
নীরব কষ্টগুলো নিজের ভেতর আটকে না রেখে,
স্বপ্ন পূরণের ধাপগুলো জেনে নেওয়া বড় প্রয়োজন,
পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকার দিন ফুরিয়েছে,
ফরিয়াদ করার দিন এসেছে,
মনের শক্তিতে বেঁচে থাক সকল স্বপ্ন,
উবে যাক বোবার কান্না ,ভরে যাক শুকনা নদীর মোহনা,
কষ্টগুলো ঝরে পড়ুক অঝোর বৃষ্টি হয়ে মরা নদীর বুকে।
শিলু জামান
27/12/21
মোহাম্মদপুর
Leave a Reply