1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

মম এসো তবে – – – মোঃ ওমর ফারুক

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার

আজ হৃদয় আমার হারিয়েছে কোন বনে
মম তুমি বুঝি এলে ভালোবাসা হয়ে
হৃদয়ের নীড় ভেঙে প্রেমময় কুঞ্জবনে?
শরতের স্নিগ্ধ রাতে
তুমি বলেছিলে কল আসবে আমার মুঠোফনে
ওপাশ থেকে তোমার মধুরই কন্ঠটি কানে এলে
হৃদয়ের স্পন্দন বেড়ে উঠবে।
সর্বাঙ্গ শিহরিত হয়ে মনময়ূয়ী হয়ে নাঁচবে
পেখম মেলে
কত কথা, কত গল্প, সবই যেন এলোমেলো, সময়ের পরিক্রমে।
শিহরিত মন মানবে না বারণ
বলতে যে চাইবে, না বলা কথন
বলি বলি করেও হবে না বলা
ভালোবাসি বন্ধু তোমায় কত?
এসো মম তুমি ভাঙা নীড়ে
হাতটি ধরো শক্ত করে
হৃদয়ের গহীনে হৃদয় মেলে
সুরের মূর্ছনায় ভালোবাসি গেয়ে
এসো মম! এসো তুমি শুধুই আমারই হয়ে।
চোখ যে আমার বিশ্বাসী নয়
করুণ দৃষ্টিতে ভালোবাসার ভয়
মম এসো তবে দুইয়ে মিলে এক হই।
No photo description available.

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..