কোনদিন তোমার তোমাকে স্পর্শ করিনি
ক্রমাগত নখাঘাত করেছি তোমার প্রতিবিম্বকে।
একদম যে তৃপ্তি পাইনি তা বলবো না, তবে
প্রতিবিম্বকে আঁচড়ে আঁচড়ে ফাটল ধরেছে,
তবুও বিজনে দাওনি তোমাকে স্পর্শ করতে।
তুমি মমতাহীন, কিকরে আগুনের ঝর্ণায় নাইবে-
আমি খোলসাবৃত তবে কোমল- উন্মুক্ত করলেই দেখবে আতুর অবস্থা,
শরীরের অতি গভীরে উল্লাসমুখর- শুনতে কি
পাও?
তোমার চোখের ভাষা আমাকে বশীভূত করেছে-
পারিনি স্পর্শ করতে, ক্রমাগত ছায়ায় আঁচড়েছি তাই,
আঙুলের ডগায় ভরসার স্থল পাওনি খুঁজে
তাই তো ক্লান্ত, শিথিল গতিতে ঝরে পড়লো।
ভেবেছিলাম পাঁজরের থেকে হৃৎদপিন্ডে গিয়ে
আনন্দমেলায় যোগ দেবো, বিষাদের ভাঙা মেলায় অপেক্ষারত-
নীল পাহাড়ের পটভূমি বিধ্বস্ত করে
চলেছি অনুদ্ধত
পাহাড়ের শীর্ষে- আগুনের ঝর্ণায় নাইবা নাইলাম,
তুষার বর্ষণে ভিজায়ে অন্দরমহল-
থেকে গেলো আক্ষেপ- তোমার তুমিকে পারিনি
করতে স্পর্শ।।
Leave a Reply