কামনার ডগায় উঠে
উলঙ্গ ফরিং
কামনা নৃত্য হয় রঙিন!
সব সুখ শুষে নিয়ে
লাফায় কলাব্যঙ
আনন্দে ঝিকঝিক
করে ঘ্যাং ঘ্যাং!
উলঙ্গ ফরিং তুই
এত লজ্জাহীন
ব্যঙ কহে আমি ভালো
নেই কলঙ্ক
হিসেব করে চলি বুঝিও অংক!
ফরিং গায়ে দিয়ে কুয়াশার জামা
কহে হেসে থাম থাম ওহে মামা
উড়াল দিয়েছি বলে খুলে গেছে জামা
তাই বলে ভাবিস নে আমিও কানা
কোণায় বসে তুই গোপনে ঘামিস
থামবার নাম নেই একটু থামিস
আমিও বুঝে গেছি তোর মতিগতি
তুই বেটা গোপনে বুদ্ধি ঢালিস!
অংক মিলে গিয়েছে যেই
দেখি বসে অবশেষে মোর চেয়ে
ওরে খাটাস পাজি অতি সেই
সেয়ানে সেয়ানে লড়াই যুদ্ধ চলে
কে কার চেয়ে মন্দ হিসাব মিলে
ভালো কাজ আছে আরো তার হিসেব কই
মন্দ লোকেরা শুধু মন্দ নিয়ে রয়!
মন্দ কে সেই হিসেব কষে ফেলে আগে
নিজেদের অংকটা মিলিয়েছো কবে?
মিলে দেখ কতটুকু পেলে পূর্ণি
অবশেষে পূর্ণীর বস্তা শূর্ণী!
হায়! হায়! একি হলো
লোকদের বদনাম কুড়ায়
কুড়িয়ে কুড়িয়ে পাপের বস্তা ভরায়
সবাই সব বদনাম নিয়ে নাও যার যত ভাই
এবার আমি পূর্ণীর ফুল হয়ে যাই!
Leave a Reply