তোমার ঐ শ্রাবণ সন্ধা টুকু দিও আমায়,
আমি বৃষ্টি হয়ে তোমার বুকেই ঝড়তে চাই।
তোমার ঐ মেঘের ভেলায় দিও আমায় একটু ঠাই,
আমি আকাশ খামে তোমার নামে প্রেমের চিঠি পাঠাতে চাই।
তোমার ঐ ধুসর কালো আধার রাতটা দিও আমায়,
আমি জোছনা হয়ে তোমার শহর আলোকিত করতে চাই।
তোমার ঐ মন খারাপের দিনটা শুধু দিও আমায়,
আমি শত ডানার পতঙ্গ হয়ে তোমার মনটা রাঙাতে চাই।
তোমার ঐ কুয়াশা ভেজা শীতের সকাল দিও আমায়,
আমি শিশীর হয়ে তোমার চরণ ছুয়ে দিতে চাই।
আমি চাই, শুধু তোমাকেই চাই।
তোমার সাথেই হাজার বছর বাচঁতে চাই।
সহস্র বার তোমার বুকেই মরতে চাই।
কারণ আমি জানি,
সে মরনেও কোনো ভয় নাই।
ভালোবাসা……… সে যে অমর,
হাজার বছর মন মাজারে বেচেঁ থাকা যায়।
ক্ষয় নাই, ভালোবাসার কোনো ক্ষয় নাই।
Leave a Reply