1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

#ভালোবাসায় প্রতিশোধ নেয়া যায় না।। ### পিয়া খান।।

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৯৯২ বার

আমার ভালোবাসার গভীরতাকে অনুভব করতে পারো?
অনুভব করতে পারো আমার হৃদয়ের বিশালতা?
বুঝতে পারো আমার ছোট্ট ছোট্ট দুর্বলতা গুলোকে?
কাছে এসো……
কান পাত আমার বুকে!
শুনতে পাও আমার হৃদয়ের স্পন্দন?
প্রতিটি স্পন্দনে কতটা দুঃখ জমা আছে জানো?
দৃষ্টিতে দৃষ্টি মিলাও…
কাঁচের মতো স্বচ্ছ চোখ, এই স্বচ্ছতার পিছনে লুকানো আছে বিষাদের ঢেউ। আকাঙ্ক্ষার প্রহর জুড়ে বিধ্বস্ত মেঘেদের আর্তনাদ।
এখানে নিস্পাপ প্রেমের মৃত্যু হয় অগণিতবার।
হৃদয়ের প্রতিবিন্দুতে বিরহের বর্ণমালা।
এসবের কিছুই কি তুমি বুঝতে পারো?
বুঝতে পারো?
কেন বার বার ইচ্ছে করেই হেরে যাই নিজের অস্তিত্বের কাছে।
কেন শত অবজ্ঞার পরো কাঙাল হৃদয় বেহায়ার মত তোমাকেই পূজা করে?
জানি পারনা!
কিন্তু আমি পারি…
তোমার চোখে চোখ রেখেই বলতে পারি, ভালোবাসা নয় “অহমিকা”
আকাশ ছোঁয়ার অহমিকা তোমার।
বুকের মাঝে পোষণ করো “তুষারের ধনদৌলত”
মাথায় উপর “দম্ভ” সবাইকে ছাড়িয়ে যাওয়ার উল্লাস, ঐশ্বর্য্যের অহংকার। তোমার হৃদয়ে ভালোবাসা নেই আছে শুধু আমিত্ব।
তবুও, তোমার প্রতি অবাধ্য ভালোবাসা আমার শিরা উপশিরায় জন্মদেয় লজ্জাহীন এক প্রেমের স্পন্দন। নিশ্চিত সর্বনাশ জেনেও আগুনে সঁপে দিয়েছি এ দেহ।
হৃদয়ের কাছে হৃদয়ের ক্ষয় এটাই তো হয়, এমনটাই তো হয়ে আসছে।
না…না…অভিযোগ করছি না!
আমি ভালোবাসি বলে তোমাকেও ভালবাসতে হবে এই শর্ত মেনে তো তোমাকে ভালোবাসিনি।
তুমি অস্মিতা আর শৃঙ্গের দাম্ভিকতায় ভরপুর বলেই আমি স্থির, গভীর, অনন্ত, অসীম।
তুমি নির্মম বলেই আমি নির্মল।
তুমি রুক্ষ বলেই আমি ধীর।
তুমি অটল বলেই আমি জল।
তুমি পাহাড় বলেই আমি সমূদ্র।।
এই যে তুমি প্রতিনিয়ত ভীষণ তীব্রতায় আমার ভালোবাসাকে উপেক্ষা করে যাও দিনের পর দিন!
গরিমায় আছরে পড়ো আমার বুকের উপর নির্মম ভাবে, চুরমার করো আমার হৃদয় !
চাইলে আমিও পারি….
চাইলে আমিও পারি অস্থির ঢেউ হয়ে
সমস্ত পৃথিবীটাকে উলট পালট
করে দিতে!
চাইলে আমিও পারি তোমার হৃদয় থেকে সবটা রক্ত শুষে নিতে, চাইলে আমিও পারি তোমাকে নিঃস্ব করতে।
কিন্তু আমি তা করিনা।
তা আমি করবোনা,
কেন জানো?
কারণ, ভালোবাসি তোমাকে!
আর ভালোবাসায় প্রতিশোধ নেয়া
যায় না।।
May be an image of body of water and nature

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..