ভাবনা গাজি ভাবের তরু
হবেন তিনি শিক্ষা গুরু।
আলো জ্বালবেন জন মনে
এই চেতনাই মনে প্রাণে।
সোনার বাংলা সোনার মাটি
গড়ে তুলবে মানুষ খাঁটি।
আমরা যারা মাস্টার মশাই
জাতির মুখে হাসি ফোটাই।
তবু তারা অবহেলিত
কর্তৃপক্ষ দেখেও নির্লিপ্ত।
বেতন মাইনে যা পাই
কোনো রকম টেনে যাই।
মাস শেষে বাড়ি ওয়ালা
চোখ পাকিয়ে ছাড়ে গলা।
বাড়ি ভাড়া কেন বাকি
মুদির দোকান পাইছ নাকি?
বাসা ভাড়া, বিদ্যুৎ, পানি, গ্যাস
দ্রব্য মূল্য ছুইছে আকাশ।
কেমনে চলে দিন কাল
শিক্ষকদের অবস্থা বেহাল।
বাড়ি ভাড়া এক হাজার টাকা
কেমনে চলে জীবন চাকা।
আমরা বিধায় বেসরকারি
চিকিৎসাটা নয় দরকারি।
পাচঁশত টাকায় ডাক্তার নাই
রোগ বালাইটাও পুষে যাই।
আমরা করি জাতি গঠনের আয়োজন
তার সিংহভাগ আমাদের সৃজন।
একই বই একই সিলেবাস একই ধারায় চলে
উৎসব বোনাস বেতন ভাতা ভিন্ন কথা বলে।
একই পেশায় দুই নীতি এটা নয়-তো কাম্য
বৈষম্য ভেঙ্গে উঠুক গড়ে সমতা সাম্য।
আমরা চাই বিলুপ্তি! বিলুপ্তি!৪%কর্তন
জাতীয়করনেই আনতে পারে পরিবতর্ন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply