একদিন তোমার কাছে চেয়েছিলাম
বর্ষার প্রথম কদম
হৃদয় রাঙ্গাবো বলে
চোখ বুজলে দেখতে পেতাম
কদম হাতে দাঁড়িয়ে আছো
কাকভেজা হয়ে আমার আঙিনায় ,
চেয়েছিলাম আষাঢ়ের ঝুম বৃষ্টিতে
দুজনে একসাথে ভিজবো
কোনো যুগলকে ভিজতে দেখলেই
এখনও অনুভব করি
তুমি আমি হাত ধরে
বৃষ্টিতে ভিজতে ভিজতে
তেপান্তরের মাঠে হারিয়ে যাই,
বলেছিলাম হংসমিথুন হয়ে
পুকুরে সাঁতার কাটবো
তুমি কচুরি ফুল গুঁজে
দেবে আমার খোপায়
ভেসে যাব অনন্ত অভিসারে
খুঁটে খুঁটে দেখবে তুমি
আমার আমাকে
ছুঁয়ে দিয়ে রাঙিয়ে
দেবে ভঙ্গুর হৃদয়কে ,
এসবের কিছুই পাওয়া হয়নি
তবুও -এখনো বর্ষায় কদম ফোটে
আষাঢ়ে ঝুম বৃষ্টি হয়
হংসমিথুন ভেসে বেড়ায়
আমারও ক্লান্তি নেই প্রহরগোনার
তুমিটাকে খুঁজে পাওয়ার
হলফ করে ,তুমিও কথা রাখোনি
চলে গেলে তোমার ঠিকানায়।
Leave a Reply