বিষাদ বিকেল —দিলরোজ আফসানা ____________________
-
আপডেট টাইম :
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
-
২১৬
বার
বুড়ো এখন কাঁদছে বসে
ফুলের বনে একা,
বউয়ের মাঝে পাচ্ছে না আর
সেই মেয়েটির দেখা!
প্রথম প্রথম মনে হতো
বউটি পরীর রাণী,
মধুর সুধায় থাকতো ভরে
আকুল হৃদয়খানি।
সেই রাণী আজ নিমের রসে
করছে বকর বক,
তাতেই জীবন ত্যক্ত হলো
মিটছে বাঁচার শখ।
জানতো বুড়ো পুরোনো চাল
ভাতে নাকি বাড়ে!
আজ জেনেছে মিথ্যে সব-ই
শুকনো নদীর পারে।
তখন প্রেমের বিকেল ছিল
গরম চায়ের ধোঁয়ায়,
এখন বিকেল একলা কাঁদে
ঝাঁপ দিতে চায় কুয়ায়।
বাবলা কাঁটায় বুড়োর জীবন
মক্ষীরাণীর পাশে,
স্মৃতির পাতায় গল্প কথায়
দূর থেকে সব হাসে।
_______________
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply