বন্ধু হওয়া নয়তো সহজ নয়তো কঠিনও তত
বন্ধু হলে সইতে যে হয় গাল-মন্দ যত!
বন্ধুর কাছে যদি খোঁজ সম্মান ইজ্জতের দাম
তবে সে কেন বন্ধু হবে! খোঁজ কর্পোরেট কোন নাম!
বন্ধু মানে বাড়ির চাকর, বন্ধু মানেই সব
বন্ধুর চেয়ে একজনই বড় তিনি শুধু রব।
যার কাছে তুমি নিরাপদ নও, থাকে মনে ভীতি
কখনো তাকে বন্ধু ভাবোনি ছিলো মুখ প্রীতি।
বন্ধু মানে মধ্যরাতের আকাশ ভরা তারা
বন্ধু মানে অসময়েও তুফান, ঝর্ণা ধারা
বন্ধু মানে মুখ দেখে যে বুঝে মনের কথা
বন্ধু মানে সুখে দুঃখে বিশাল একটা ছাতা।
বন্ধু হওয়া নয়তো সহজ নয়তো কঠিন তত
বন্ধু মানে ঝেড়ে দেওয়া সব রাগ আছে যত
বন্ধুর নামে কিছু মানুষ কলংকিত করে মন
এমন বন্ধু ভালোবাসার নামে করে প্রহসন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply