বিবেক দিন দিন পৃথিবী থেকে লোপ পাচ্ছে। অনেক মানুষ মরিয়া হয়ে দিনরাত টাকার পেছনে ছুটে বেড়াচ্ছে। ভুলে যাচ্ছে স্বজনকে।পৃথিবীতে স্বার্থপরতা এতো বেড়ে গেছে এর ফলে মায়ার বাঁধন হারিয়ে গেছে। মানুষ যে পাতায় খায় সাথে সাথই সেটা ছিঁড়ে ফেলতে দ্বিধাবোধ করেনা। ভালো মানুষদের কেউ ভালো বলেনা। কিছু নোংরা মানুষরাই সমাজে ভালো অবস্থান নিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। দিন দিন মানুষ নিম্নমানের মন-মানসিকতায় অধিকারী হয়ে যাচ্ছে।
কোথাও দলবেঁধে বেড়াতে যেয়ে নিজেদের পছন্দ অনুযায়ী নানা পদের খাবার খাওয়ার নাম ভদ্রতা নয়। কাউকে আঘাত করে কথা বলার নামও ভদ্রতা নয়।ভদ্রতা হলো যেকোনো পরিস্থিতিতে নিজকে মানিয়ে নেওয়া।
কিছু মানুষ কারো ওপর ভর দিয়ে ওপরে ওঠে ভুলেই যায় তার অতীতের কথা আগে সে কোথায় ছিলো।
টাকা হলে হয়তো দামী গহনা,কাপড়-চোপর, ভালো খাবার মিলে কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলে শিক্ষা কিনতে পাওয়া যায়না। শিক্ষা ছাড়া জীবন আর অন্ধকারে বাস করা একই কথা। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে দামী কাপড় পরে ঘুরে বেড়ালেই মানুষ সভ্য জগতের বাসিন্দা হয়না।
Leave a Reply