ভার ভার অন্ধকার!
এ কেমন নীল অন্ধকার?
এমন অন্ধকার কীভাবে নির্ণয় করবে বাইবেল?
আমার ডান পাঁজরে যে শিশু জন্মেছিলো, সেই হাবিলকে নিষিদ্ধ ইবলিশের প্ররোচনায় হত্যা করেছিলো আমারই বাম পাঁজরের সন্তান কাবিল।
ত্রিকালদশী কাক!
আপনি জানেন, এবার হাবিলকে হত্যা করতে
প্ররোচিত করেছে সেই নিষিদ্ধ ইবলিশ ; যে কিনা ক্ষমতার বলয়ে অবিরত তৈরি করে চলেছে
মানবের আদলে একেকটা রাক্ষস!
আমার সন্তানের নাম এবার আবরার।
তাকে পঁচিশ জন কাবিল মিলে হত্যা করেছে।
এবারও কি আমার পঁচিশজন সন্তানেরই
মৃত্যুদণ্ড কার্যকর করবেন, মহামান্য ?
কেন তবে মাকে দিলেন মমতার দহন নদী?
যদি মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করতেই হয়–
কার্যকর করুন আদিম শয়তান ইবলিশের মৃত্যদণ্ড! বাতিল করুন রাস্ট্র নামের অকার্যকর সিস্টেম;
যা শুধু দানবের নিরাপত্তা নিশ্চিত করে।
কেন বারবার আমার সন্তান কাবিলকেই দিতে হবে আত্মদান? মহামান্য! এ কেমন প্রমত্ত খেলা?
এ বিধ্বংসী খেলায় কেউ হারে না কেউ জেতে না– বারবার কাবিলের জননী হয়ে হেরে যায় একজন মা!
হাবিলকে হারানোর বেদনায় জননী ইভ যতটা পাথর, নির্বাক!
কাবিলকে হারিয়েও ততটাই বেদনার্ত মা হাওয়া, অবাক লাইলাক!
এ জাতীয় আরো খবর..
Leave a Reply