শুনুন কমরেডগন আপনাদের বলছি;
আমি কখনো কোনো পীরকে গিয়ে বলিনি,
হুজুর আমার সোয়ামী আমারে
সোহাগ করে না,
আমারে একটা তাবিজ দেন।
কিম্বা বলিনি ছাওয়াল-পাওয়ালের মুখ
দেখবার চাই, পানি পড়া দেন, তাবিজ দেন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,
কোরান তেলাওয়াত করি,
লালন, নজরুল, ঠুমরি শুনি।
রবীন্দ্র সংগীতে, রুদ্র,জিব্রান,
নেরুদা, নজরুল এ প্রশ্রয় খুঁজে পাই।
প্রিয় বন্ধু কিম্বা প্রিয় ব্যক্তির সাথে টং ঘরে
নতুবা কফি-শপে চা-কফি পান করি।
সুখ-দুঃখ, বিপদ-আপদে স্রষ্টার কাছেই
সাহায্যে প্রার্থনা করি।
মোল্লা ভদ্রলোকরা বলছেন ;
আমি অধার্মিক, আমি বেলেল্লাপনা করি।
আর নাস্তিক ভদ্রলোকরা বলছেন ;
এ মেয়ে তো হিজাবধারী মৌলবাদী।
আসলে আমি আমার পূর্বপুরুষদের ন্যায়
বাঙালি মুসলমান।
আমার পূর্বপুরুষগন মসজিদে নামাজ
আদায় করেছেন, পূজা দর্শনে গিয়েছেন।
হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন।
তাইতো আপনাদের জানিয়ে রাখছি ভদ্রমহোদয়গণ;
বাঙালির হৃদয়ে ভাটিয়ালি -ভাওয়াইয়া, জারি-সারি
আবার ভোরের আযান সবই সযত্নে লালিত।
হাজার বছর ধরেই আমরা বাঙালি মুসলমান।
Leave a Reply