1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

বাংলা কবিতার এক জীবন্ত কিংবদন্তী মহাদেব সাহা আজ তাঁর ৭৮তম জন্মবার্ষিকী!! ___ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা – – – মোঃ ওমর ফারুক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার
জন্মঃ ৫ আগষ্ট, ১৯৪৪ ইং
(সিরাজগঞ্জ)
জন্ম ও পারিবারিক পরিচিতিঃ
মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম গদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী সাহা।
সাহিত্যনুরাগী পিতা গদাধর সাহার বাড়িতে আসত মাসিক বসুমতী সংবাদ, দৈনিক লোকসেবক, বাই উইকলি অমৃতবাজার পত্রিকা।
কলকাতা থেকে আনা হতো পিএম. বাগচী ও গুপ্তপ্রেস পঞ্জিকা।
শিক্ষা জীবনঃ
মহাদেব সাহা বগুড়ার ধুনট হাইস্কুল থেকে ১৯৬০ সালে মাধ্যমিক পাস করেন। উচ্চমাধ্যমিকে তিনি ঢাকা কলেজে ভর্তি হয়েও অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি বগুড়ার আজিজুল হক কলেজ থেকে ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক পাস করেন।
তিনি আজিজুল হক কলেজে বাংলা সাহিত্য বিষয়ে অনার্স শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৬৭ সালে অনার্স পাস করে রাজশাহীতে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এমএ পাসের পর তিনি কিছুদিন ইংরেজি বিষয়ে গবেষণায় নিযুক্ত হন কিন্তু কবিতা লেখার অদম্য আগ্রহ তাঁকে গবেষণা শেষ করার আগেই ঢাকায় নিয়ে যায়। তিনি জ্যোতিপ্রকাশ দত্তের সহায়তায় ১৯৬৯ সালে তৎকালীন সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় যোগদান করেন।
কর্ম জীবনঃ
সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদানের মধ্য দিয়ে ১৯৬৯ সালে মহাদেব সাহার কর্মজীবন শুরু হয়। জীবনব্যাপী তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত থেকেছেন।
সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে অবসর গ্রহণ করেন।
সাহিত্য কর্মঃ
তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩টি।
# এই গৃহ এই সন্ন্যাস ১৯৭২
# মানব এসেছি কাছে ১৯৭৩
# চাই বিষ অমরতা ১৯৭৫
# কী সুন্দর অন্ধ ১৯৭৮
# তোমার পায়ের শব্দ ১৯৮২
# ধুলোমাটির মানুষ ১৯৮২
# ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস ১৯৮৪
# লাজুক লিরিক ১৯৮৪
# আমি ছিন্নভিন্ন ১৯৮৬
# মানুষ বড়ো ক্রন্দন জানে না ১৯৮৯
# প্রথম পয়ার ১৯৯০
# কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ ১৯৯০
# অস্তমিত কালের গৌরব ১৯৯২
# আমূল বদলে দাও আমার জীবন ১৯৯৩
# একা হয়ে যাও ১৯৯৩
# যদুবংশ ধ্বংসের আগে ১৯৯৪
# কোথায় যাই, কার কাছে যাই ১৯৯৪
# সুন্দরের হাতে আজ হাতকড়া,
গোলাপের বিরুদ্ধে হুলিয়া ১৯৯৫
# এসো তুমি পুরাণের পাখি ১৯৯৫
# বেঁচে আছি স্বপ্নমানুষ ১৯৯৫
# বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই ১৯৯৬
# তোমার জন্য অন্ত্যমিল ১৯৯৬
# আকাশের আদ্যোপান্ত ১৯৯৬
# ভুলি নাই তোমাকে রুমাল ১৯৯৬
# তুমিই অনন্ত উৎস ১৯৯৬
# কেউ ভালোবাসে না ১৯৯৭
# কাকে এই মনের কথা বলি ১৯৯৭
# অন্তহীন নৃত্যের মহড়া ১৯৯৭
# একবার নিজের কাছে যাই ১৯৯৭
# পাতার ঘোমটা-পরা বাড়ি ১৯৯৭
# মন কেন কাঁদে ১৯৯৮
# এ বড়ো আনন্দ এ বড়ো বেদনা ১৯৯৮
# স্বপ্নে অাঁকি সুন্দরের মুখ ১৯৯৮
# ভালোবাসি হে বিরহী বাঁশি ১৯৯৮
# বহুদিন ভালোবাসাহীন ১৯৯৮
# কে তুমি বিষণ্ন ফুল ১৯৯৯
# অপরূপ অশ্রুজল ১৯৯৯
# কোনোখানে কোনো একদিন ১৯৯৯
# কেন সুন্দর ব্যথিত এতো ১৯৯৯
# ভালোবেসে ছুঁয়েছি আকাশ ১৯৯৯
# অনেক দিনের বিষাদ আছে মনে ২০০০
# সব দুঃখ ভুলে যাই প্রেমের গৌরবে ২০০০
# ভালোবাসা, প্রিয় ঝরাপাতা ২০০০
# কেন মোহে, কেনবা বিরহে ২০০০
# শূন্যতা আমার সঙ্গী ২০০০
# আমার ভিতরে যতো অন্ধকার, আমার ভিতরে যতো আলো ২০০১
# তবু স্বপ্ন দেখি ২০০১
# সোনালি ডানার মেঘ ২০০১
# পৃথিবী, তোমাকে আমি ভালোবাসি ২০০১
# কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু ২০০১
# শুকনো পাতার স্বপ্নগাঁথা ২০০৩
# দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই ২০০৩
# দুঃখ কোনও শেষ কথা নয় ২০০৪
# ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময় ২০০৫
# লাজুক লিরিক-২ ২০০৬
# দূর বংশীধ্বনি ২০০৬
# অর্ধেক ডুবেছি প্রেমে, অর্ধেক বিরহে ২০০৭
# কালো মেঘের ওপারে পূর্ণিমা ২০০৮
# সন্ধ্যার লিরিক ২০০৮
# অন্ধের আঙুলে এতো জাদু ২০০৯
# অক্ষরে বোনা স্বপ্ন ২০০৯
# আদম হাওয়ার অশ্রুবিন্দু ২০১১
# মাটির মলাট ২০১১
কবিতা সংকলনঃ
# মহাদেব সাহার রাজনৈতিক কবিতা
# মহাদেব সাহার প্রেমের কবিতা
# মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা
# প্রেম ও ভালবাসার কবিতা
# নির্বাচিত ১০০ কবিতা
# প্রকৃতি ও প্রেমের কবিতা
# মহাদেব সাহার কাব্যসমগ্র (১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম খণ্ড)
প্রবন্ধঃ
# গরিমাহীন গদ্য ২০০৯
# আনন্দের মৃত্যু নেই ২০১১
# মহাদেব সাহার কলাম
# কবির দেশ ও অন্যান্য ভাবনা ২০১১
# ভাবনার ভিন্নতা ২০১১
# মহাদেব সাহার নির্বাচিত কলাম
শিশুসাহিত্যঃ
# টাপুর টুপুর মেঘের দুপুর
# ছবি আঁকা পাখির পাখা
# আকাশে ওড়া মাটির ঘোড়া
# সরষে ফুলের নদী
# আকাশে সোনার থালা
# মহাদেব সাহার কিশোর কবিতা (সংকলন)
পুরস্কার ও সম্মাননাঃ
মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেকদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অন্যতম।
তথ্যঃ ইন্টারনেট
No description available.
মোঃ ওমর ফারুক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..