আজ আমি এক অন্য আমি
ফিরিয়ে দাও আমার
নিঃস্বার্থ আস্থা বিশ্বাস আমার গতকাল।
ফিরিয়ে দাও আমার শ্রাবণ বিকেল
হারানো স্মৃতির নীল জ্যোৎস্না।
তোমার শহরের অলিতে গলিতে
ছড়ানো ছিটানো আমার নিঃশব্দ প্রেমাবেগ।
খেয়ালী রাতের আহ্লাদে ভেসে বেড়ানো
আমার অলীক স্বপ্ন।
ফিরিয়ে দাও আমার
কবিতার খাতায় পরিশ্রান্ত বাক্য
চায়ের কাপে ডুবন্ত ভালোবাসার গল্প।
ফিরিয়ে দাও আমার
মোমবাতির মতো দাঁড়িয়ে থাকা আত্মা।
ফিরিয়ে দাও আমার
নিশিথ আঁধারে চুমুক দেয়া দৃষ্টি।
আজ আমি বড্ড ক্লান্ত,মুক্তি চাই
একাকীত্বের হাত থেকে।
অজশ্র জেগে থাকা রাতের নিস্প্রভ চাঁদ আমি!
আজ আমি এক অন্য আমি
এবার আমার মুক্তি নেবার পালা।
না, না আমি কোন সুইসাইড নোট লিখতে আসিনি,
এসেছি পিস্তলের আঘাতে
দুটি বিদীর্ণ বক্ষ ঝাঝরা করতে।
অতঃপর নিদ্রায় ঢলে পড়া দুটি আত্মার
মহামিলন ঘটাতে।
>>>>>>>>>>>>>>
[ ১৪-০৭-২১ ]
এ জাতীয় আরো খবর..
Leave a Reply