চোখে সবুজ তুলে রাখছি
তোমার মুখ আর ঠোঁটের পুরুত্ব
ভাবনার ইন্দ্রজাল জুড়ে
সবটুকু নিঃশ্বাস শুষে নিতে
আমি বারবার বলি
তোমার ঠোঁটের বাঁকা রেখায়
আমার আজন্ম তৃষ্ণা ঘোরপাক খায়
তোমাকে একবার, বারেবারে চুমে যাই
মাতাল বাতাস যেমন নাচিয়ে যায়
বাকাট্টা ঘুড়ি আর বনোবৃক্ষের গায়!
Leave a Reply