1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

পুরুষ মানে… — সুমী ইসলাম

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৬৬ বার
পুরুষ মানে সৃষ্টির প্রথম
আদম(আঃ) তাহার নাম
সত্যি কারের পুরুষের
কখনো হয় না বিধিবাম।
পুরুষ মানে সাহাবায়ে কেরাম
ভক্ত রাসুল গণের
বর্তমানেও অনেক পুরুষ
আছে এমন মনের।
পুরুষ মানে তাবেদ তাবেয়ী
অলি আউলিয়া বুজুর্গ
সহীহ্ শুদ্ধ আলেম গণ।
দেশ ও জাতির গর্ব।
পুরুষ মানে মায়ের কোলে
নবজাতক শিশু
পুরুষ মানে ঈসা নবী
খ্রীস্ট ধর্মের যীশু।
পুরুষ মানে ছোট্ট শিশু
বোনের খেলার সঙ্গী
বোনের মুখে হাসি ফোঁটাতে
করে নানান ভঙ্গি।
পুরুষ মানে রহমত স্বরুপ
বোনের জন্য ভাই
ভাই বোনের রক্তের বাঁধন
যাঁর তুলনা নাই।
পুরুষ মানে পরম বন্ধু
বিপদে যে পাশে থাকে
বন্ধুর জন্য অনেক বন্ধু
জীবন বাজি রাখে।
পুরুষ মানে যখন প্রেমীক
ভালোবাসার সৃষ্টি
ভালোবাসার পরিণয়ে তখন
হয় যে শুভদৃষ্টি।
পুরুষ মানেই নয় তো কেবল
নোংরা কূ দৃষ্টি
স্বামী স্ত্রীর মধুর মিলন
বিধাতার সৃষ্টি।
পুরুষ মানে নারীর হাত ধরে
জীবনের পথ চলা
পুরুষ মানে যাঁর বুকে মাথা রেখে
স্বস্তির নিঃশ্বাস ফেলা।
পুরুষ মানে মায়ের ভাই
আবদার যার বাড়ি
মামা ভাগ্নির সম্পর্ক
মিষ্টি মধুর ভারী।
পুরুষ মানে বাবার ভাই
যাকে চাচা বলি
চাচা বলে ভাতিজি আমার
বংশের ফুল কলি।
পুরুষ মানে নানুও হয়
আছে আমার জানা
পুরুষ মানে দাদুর কথা
বলতে নেই মানা।
পুরুষ মানে আদর্শ শিক্ষক
করেন শিক্ষা দান
তাইতো আমরা শিক্ষকদের
করি অধিক সম্মান।
পুরুষ মানে সৎ ডাক্তার
করেন রোগীর সেবা
ডাক্তার বিনে এই কাজটা
করবেই বা কেবা।
পুরুষ মানেই নয় তো কেবল
হিংস্র বাঘের থাবা
পুরুষ মানে পরম স্নেহ
আদর্শবান বাবা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..