কিছু অভিমান, কিছু কষ্ট, কিছু অবহেলা, কিছু না পাওয়া
এক ভয়ানক নির্জনতা…
বুকের গহিনে আবদ্ধ পাষাণ অরণ্য।
কিন্তু এখনো খুঁজি হারিয়ে যাওয়া ফাগুনের সেই আগুন…
যেখানে তুমি প্রেমিক ছিলে
সূর্যের তুলতুলে আলোর স্পর্শ ছিল
চন্দ্রমল্লিকার সাথে পলাশের গুণগুণ ছিল…
ছিল সব তছনছ করা কালবোশেখী
নিজেকে ভেঙেচুরে তোমাতে মিশে যাওয়া।
কোন এক ভোরবেলা শিউলি কুড়াতে যেয়ে প্রেম কুড়িয়েছি
কুড়ানো প্রেম তোমার বুকপকেটে রেখে বললে, এর নাম ভালোবাসা।
কোন প্রশ্ন কোন সংশয় কোন ভয় নয়…
অবলীলায় মেনে নিলাম তোমার ভালোবাসা
নিজেকে উজাড় করলাম প্রবল বিশ্বাসে।
সময় গড়িয়ে এখন অস্তাচলের পথে…
আজ শুধু সূর্যাস্ত দেখি
সন্ধ্যেয় ঘরে ফেরা বৈষ্ণব আর বৈষ্ণবীর লীলা দেখি
দেখি মুখোমুখি বসে থাকা সাধু-অসাধুর চোখাচোখি।
অনুভূতির জগতে তোমাকে আর পাই না…
ভালোবাসার বেলাভূমিতে দাঁড়িয়ে আছে পাষাণ অরণ্য
যা উত্তাল সমুদ্রে মিশে আছে।
১৯.০১.২০২২
সকালঃ- ১০ঃ৪৭
কুমিল্লা।
Leave a Reply