তুমি পাগল
তুমি নেশাখোর
তুমি অস্থির
তুমি দাম্ভিক
তুমি অভদ্র
তুমি উগ্র
তুমি ভাঙ্গার কারিগর
তুমি উশৃঙ্খল
তুমি এমন কেন?
কেন এমন উন্মাদ তুমি?
হা-হা-হা তুমিও! তুমিও তাদের দলে!
তাদের মতো করেই আমাকে ভুল বুঝলে?
তুমিও!
হা, আমি পাগল
কারণ আমি অসম্পূর্ণ
হা, আমি নেশাখোর
কারণ সম্পূর্ণ হওয়ার নেশা আমাকে প্রতিনিয়ত চুরমার করে দেয়
আমি নেশায় বুধ হয়ে থাকি, উল্টা-পাল্টা বকি,কারণ আমি আসক্ত
কিন্তু তোমাদের চেনা মাদকে আমি আসক্ত নই
কোন পানীয়, ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন কিংবা নিকোটিনের ধোঁয়ায় আসক্ত নই
আমি তোমাদের পরিচিত নেশা জাতীয় দ্রব্যে আসক্ত নই
আমি নারী-পুরুষের প্রেমে কিংবা কোনরকম যৌনতায় আসক্ত নই
তবুও আমি নেশায় বুধ হয়ে থাকি, সম্পূর্ণ হওয়ার নেশায়
আমি প্রতিনিয়ত গোলকধাঁধার ভেতর থেকে নিজেকে টেনে-হিচঁড়ে বের করে আনতে চাই
আবারো সেই গোলকধাঁধার মাঝেই সম্পূর্ণরূপে হারাতে চাই।
আমি অস্থির
কারণ আমি আধাঁরের বুকে আলো প্রস্ফূরনের উদ্দেশ্য জানতে চাই
আমি শক্তি বিভাজনে ক্রিয়া-বিক্রিয়ার প্রতিটি ক্ষণকে সূক্ষ্মানুসূক্ষ্মভাবে অনুভবে ধরতে চাই
আমি খন্ডিত শক্তির পূর্ব পরিচয় জানতে চাই
খন্ডিত শক্তির মাঝে সম্পূর্ণ শক্তির প্রকাশ-বিকাশ ও সৌন্দর্য দেখতে চাই
সম্পূর্ণ শক্তিতে বিলীন হতে চাই।
আমি দাম্ভিক
কারণ আমি আমার অন্তনিহিত শক্তির ক্রিয়া-বিক্রিয়া, বিভাজন, গতিবিধি ও ক্রমবিকাশ দেখার নেশায় বুধ হয়ে থাকি
তাই তোমাদের ডাকে সাড়া দিতে পারি না
তোমাদের রঙ্গমেলায় মেকি হাসি হাসতে পারি না
আমার অভদ্রতা, উগ্রতা ও উশৃঙ্খলতার পেছনেও সেই একই কারণ বিদ্যমান
আমার মধ্যে নিয়ম-নীতির বালাই নেই কারণ সম্পূর্ণ হওয়ার নেশা আমাকে সবকিছু ভুলিয়ে দেয়
এবার তুমি নতুন করে ভেবে দেখো –
ভালোবাসতে পারবে কি আমায়?
হাত দুটি ধরে রাখতে পারবে কি চিরদিনের জন্য?
ধারণ করতে পারবে কি আমার নেশাগুলোকে?
যদি পারো, তবে হাত দুটি শক্ত করে ধরো
স্রোতের বিপরীতে আমাদের গন্তব্য ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply