চারিদিকে গোলাবারুদের দুর্যোগ
বারুদ মাখা রক্তের প্রলেপের অগ্নিসংযোগ
ঘনঘোর কুয়াশা মাখা নিঃস্তব্দ অমানিশা
নিভে যায় জীবনের সব আশা।
আকাশে বাতাসে মিশে গেছে কার্বন অক্সাইড
নিঃশ্বাসে মিশে যাচ্ছে অকথ্য বিষের পাণ্ডুলিপি
নিরবচ্ছিন্ন দাঁড় টানে অসমাপ্ত আত্মজীবনী
কাকতাড়ুয়ার মতো একাকী দাঁড়িয়ে রয়েছি দুহাত বাড়িয়ে।
পেণ্ডুলামটা টিকটিকি করে সারাবেলা
জরাজীর্ণ আতুর ঘরে অসংখ্য কালসাপ
ধর্ষকের লোমশ হাতে সৃষ্টির ধ্বংসযজ্ঞে
সৃষ্টিকর্তা চেয়ে রয় বিষন্ন চোখে।
*****************************
Leave a Reply