কাজী নজরুল ইসলাম এই নামটা আমাদের বাঙলীর হৃদয়ের সুপ্ত “বিদ্রোহী” সত্ত্বাকে জাগ্রত করে । যেখানে আমরা সমবেত হয়ে
“অগ্নিবীণায়” বাজিয়ে তুলি “সাম্যবাদী” র সুর আর গাই –
” গাহি সাম্যের গান”
“সঞ্চিতা” রা যখন “চক্রবাক” এ হারিয়ে যেতে থাকে ঠিক তখনি “সর্বহারা” র মত “প্রলয়শিখা” জ্বালিয়ে এগিয়ে আসে অজস্র “ফণীমনসা” রা ।
সুদূরে শোনা যায় “বিষেরবাশিঁ” বাজাচ্ছে সেই আগামির “ধূমকেতু ” ।
“যুগবাণী” র কলমে লেখা আছে “ভাঙারগান” আর চারিদিকে শোনা যায় সেই সুর –
” একবৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ।
হিন্দু তাহার নয়ন মণি মুসলিম তাহার প্রাণ ।। “
অপেক্ষায় আছি আমরা সেই শেষ সংঘাত এর যেখানে কান্ডারীর হুঁশিয়ারী দিয়ে আমাদের দুখুমিঞা বলে উঠবেন –
” বর্তমানের কবি আমি ভাই ভবিষতের নই নবী ।
কবি অকবি যাহা বল মোরে মুখ বুঝে সই সবী ।।”
Leave a Reply