বর্ধিঞ্চু আয়ুষ্কালে হৃদস্পন্দিত চাঁপা বেদনা।
আকারেই নিরাকারের আবির্ভাব!
রিক্ত হস্তে বারংবার ত্রিশূলের আঘাত!
ক্রমাগত রক্তক্ষরণ…….
অদৃশ্য;তবুও মৃত্যুবাণসম।
নিঃশেষিত নিষ্পেষিত নিস্প্রভ প্রাণবায়ু!
বাকশূন্য বধিররূপী অন্তরাত্মার চাঁপা ক্রন্দন।
আর কত?
নিরাশার দোলাচালে নিঃস্ব হাহাকার!
স্বার্থরা অসীম হিংস্রতায় কুক্ষিগত করে সর্বস্ব।
তবুও নির্বাক কিছু ভীত সন্ত্রস্ত অন্তরে ব্যর্থতার দীর্ঘশ্বাস।
পদতলে নিষ্পেষিত স্বপ্নের ধূলিকণা।
সম্ভাবনার সলিল সমাধিতে হিংস্র তরঙ্গের প্রবাহ।
আহত আত্মার করুণ বিলাপে ধরিত্রী মুহ্যমান।
তবুও লালায়িত রক্তচক্ষুর নীরব আঘাত স্বার্থের তরে স্থির!
বসুধার বুকে বিদ্যমানের বিপরীতে ‘নাই’ এর নতুন আবির্ভাব।
অতঃপর, ক্রমাগত ‘নাই’ এ নিমজ্জিত এই আমি।
Leave a Reply