ধরণী আজ ধর্ষিত।
ধর্ষনের ভারে ধরণী আজ প্রকম্পিত।
অঝোরে কাঁদছে ধরণী।
কাঁদছে ধরণীর অগণন সন্তান।
গাছের পাতা, রোদের ছায়া,শিশির বিন্দু,
নদীর জল, সমুদ্রের জলধারা, চাঁদের আলো,
সব আজ ধর্ষিত।
তাই কাঁদছে আকাশ,
কাঁদছে বাতাস,
কেঁদে কেঁদে নদী ভাঙছে পাড়।
ফুলেরা সব লজ্জায় লুকিয়েছে মুখ
ভুলে গেছে বিলাতে সুবাস ।
পাহাড় নিজেকে লুকানোর চেষ্টায় ব্রত ।
ধরণী আজ ধর্ষনের ভারে প্রকম্পিত।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply