1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

#দু’মুঠো_প্রেম (১ ও ২ ) ### ফারজানা_আফরোজ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২১৫ বার
– পাত্রপক্ষ পাত্রীর বাড়িতে গিয়ে পাত্রী দেখে কিন্তু আপনি এসেছেন সরকারি হসপিটালে পাত্রী দেখতে? হাস্যকর ব্যাপার তাই না?
আদিবার কথা শোনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ফয়সাল। তার দৃষ্টি শুধু আদিবার উপর। ফর্সা গাল রাগে লাল রঙ ধারণ করেছে। কথার মাঝেও রয়েছে গালে টোল। ফয়সাল খেয়াল করলো আদিবার ডান গালে কালো রঙের একটি তিল রয়েছে যার ফলে চেহারার সৌন্দর্য দ্বিগুণ ফোটে উঠেছে। ফয়সালের তাকানো দেখে আদিবা কিছুটা অস্বস্তি বোধ করে বলল,
– রাজনীতিতে যার সম্মান সবার উচুঁতে। যে ব্যাক্তি কিনা হাজার মেয়ের ক্রাশ সেই মানুষ কিনা আমার মত সাধারণ একজন মেয়েকে এইভাবে দেখছে? আপনার উপর যে মেয়েগুলো ক্রাশ খায় তারা কিন্তু ভীষণ রেগে যাবে।
ফয়সাল তখন তার আশপাশটা ভালো করে দেখলো। কেউ না থাকায় শান্তির নিঃশ্বাস ছেড়ে বলল,
– বেশি বকবক করো তুমি। আব্বু যে, কি দেখলো তোমার মাঝে বুঝলাম না।
– আগে বলুন সরকারি হসপিটালে কেন মেয়ে দেখতে এসেছেন? পাত্রীর বাসায় গেলে কি ঝাড়ু নিয়ে পিটায়? শুনেছি বিরাট ধনী আপনারা, তাছাড়া ধনী লোকরা কিপ্টাই হয়।
– মানে?
– মানে হলো, পাত্রীর বাসায় গেলে সাথে করে মিষ্টি কিনতে হবে, পাত্রীকে কিছু টাকা দিতে হবে সেই ভয়ে হসপিটালে এসে ফ্রী-তে পাত্রী দেখছেন। আপনার মতো কিপ্টা ছেলেকে কিছুতেই বিয়ে করবো না।
ফয়সালের সাথে রাগ দেখিয়ে হসপিটালের ভিতরে চলে আসলো আদিবা। বেডে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড অরিন আর অরিনের মা।
এখন আসা ফয়সাল কেন হসপিটালে পাত্রী দেখতে এসেছে আর কেনই বা আদিবা রেগে আছে। আজ সকালে আদিবার বেস্ট ফ্রেন্ড অরিনের আম্মুকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অরিনের আব্বু দেশের বাহিরে থাকায় অরিন তার মাকে নিয়ে এসেছে, অরিন একা কিছু পারবে না বলে কান্নাকাটি করে আদিবাকে সাথে করে নিয়ে এসেছে। সরকারি হসপিটালে থাকলেও ওষুধপত্র নিজেদেরই কিনতে হয় তাই আদিবা প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে আসে মেডিসিন কিনার জন্য তখন দোকানের একটি ছেলে ফিসফিস করে বলতে লাগলো,
– কি চাই? সিনোরা নাকি জয়া?”
আদিবা বিরক্তি ও রাগ প্রকাশ করে বলল,
– লাগবে না।”
ছেলেটি তখন দুষ্টু হাসি দিয়ে বলল,
– আরেহ প্যাকেট করে দিবো লজ্জার কি আছে। মেয়েরা তো এইসবের জন্যই আসে।”
আদিবা এইবার ক্ষেপে গিয়ে ছেলেটির লম্বা লম্বা চুল ধরে টান দিয়ে টেবিলে মাথা বারী দিয়ে বলল,
– মেয়ে দেখলেই ভাবিস অসহায়। তোরা যেভাবে বলবি সেভাবেই সব কিছু হবে। দুর্বল ভাবছিস আমাদের তাই না। আজ তোর এই মুরোগ জুটি টেনে না ছিঁড়তে পারলে আমার নামও আদিবা নয়।”
লোকজন ভিড় করে দাঁড়ালো। কেউ কেউ বলল ” কি জল্লাদ মেয়ে রে বাবা।” আবার অনেকে বলল,ভালোই হয়েছে এই ছেলেদের কারণেই মেয়েরা নিরাপদ নয়। ফার্মেসিতে থাকা লোকজন ছেলেটিকে আদিবার থেকে দূরে সরালো আদিবা তখন রাগে গজগজ করতে করতে বলল,
– আরেকবার যদি লুইচ্ছামি করতে দেখেছি তাহলে তোর মুখ ভেঙ্গে কুকুরকে খাওয়াবো।”
আদিবার এই সাহসিকতার রূপ মুগ্ধ করেন ফয়সালের বাবা অর্থাৎ শফিক আহমেদকে। দূর থেকে তিনি আদিবাকে দেখছেন আর আনন্দের হাসি হাসছেন।
– বাহ মেয়েটা দেখছি খুব সাহসী। অন্য কোনো মেয়ে হলে চুপচাপ চলে যেতো। আজ যদি মেয়েরা এইভাবে প্রতিবাদ করতো তাহলে দেশটা এই রসাতলে যেতো না। আমার বীর ছেলের জন্য এমন বীর মেয়েই প্রয়োজন।”
তখনি উনি আদিবার পিছু নেন। পরে জানতে পারেন আদিবা তার বান্ধবীর মাকে এই হসপিটালে ভর্তি করিয়েছে। পরেই ফয়সালকে ফোন দিয়ে বলল হসপিটালে আসার জন্য। এমন পাত্রী কিছুতেই উনি হাত ছাড়া করতে চান না।
অতঃপর ফয়সাল হসপিটালে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আদিবাকে। প্রথম দেখায় ভালো লাগলেও আদিবার ঝাঁঝালো কথাগুলো তাকে নিরাশ করলো। মুখ কালো করে শফিক আহমেদকে এসে বলল,
– আব্বু মেয়ে তো পুরাই ধানি লংকা। কিছুতেই সংসার করার উপযোগী নয় এই মেয়ে।
ছেলের কথা শোনে চোখে মুখে রাজ্যর বিরক্তি নিয়ে বিড়বিড় করে বললেন উনি,
– তোমার সাথে মানানসই এই মেয়ে। এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে তোমার সাথে থাকতে পারবে না। রাজনীতি করতে করতে নিজেকে মাফিয়া বানিয়ে ফেলেছো। তোমাকে শায়েস্তা করার জন্য আমার প্রয়োজন মাফিয়া বৌমা , যে কোনো কিছুতেই ভয় পাবে না। বরং বেশি তেরিং বেরিং করলে উল্টো উত্তম মধ্যম দিবে।
ফয়সাল দুষ্টু হাসি দিয়ে বলল ,
– যেভাবে আম্মু তোমাকে দেয় তাই না?
– বদছেলে কোথাকার। আমাকে নিয়ে মজা তাই না? আমিও বললাম এই সাহসী মেয়েই হবে আমার বৌমা।
চলে যাবার আগে আদিবাকে ডাকলেন শফিক আহমেদ। আদিবা কাছে আসতে বললেন,
– তোমার আব্বুর নাম্বারটা দেও তো মা। উনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে।
আদিবা বুঝে মনে মনে ভীষণ বিরক্ত হতে লাগলো। এক সময় সে এই বাপ ছেলের বিশাল বড় ফ্যান ছিলো কিন্তু আজকের পর থেকে তাদের নামের আগে থেকে ফ্যান নামক উপাধি সরিয়ে দিয়ে শফিক আহমেদকে ভুল নাম্বার দিলো। কিন্তু দুর্ভাগ্যবশত নম্বর বন্ধ থাকায় শফিক আহমেদ বললেন,
– মা, তোমার আব্বুর নাম্বার তো বন্ধ।”
মনে মনে ভীষণ খুশি হলো আদিবা। তবুও মুখের কষ্টের ভাব ফোটে তুলল আর বলল,
– আসলে হয়েছি কি আংকেল, এই নাম্বারে আব্বুকে শুধু রাতে পাবেন। দিনের বেলায় উনি ফোন কাছে রাখেন না।
– আচ্ছা মামুনি। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কেমন?
– অবশ্যই আংকেল।
ফয়সাল এবং ওরা বাবা চলে যেতেই শব্দ করে বলল আদিবা,
– এই জীবনে আর কখনোই দেখা হবে না আপনাদের সাথে। বাবা গো বাবা এই গুন্ডা ছেলেকে বিয়ে করে আমার জীবন জাহান্নাম করার কোনো ইচ্ছাই আমার নাই। মজা করে একটু বকা কিংবা থাপ্পড় দিলেও সেটা নিয়ে যুদ্ধ করে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখবে এই রাজনীতিবিদ ছেলে।
সেদিন রাতেই অরিন ওর মাকে নিয়ে বাসায় চলে যায়। আদিবা চলে যায় তার বাসায়।
রাত নয়টা,
আদিবা তার মুঠোফোনটার দিকে সেই কখন থেকে তাকিয়ে আছে। একজনের ফোনের অপেক্ষা করতে করতেই সেই মূল্যবান ফোনটি চলে আসলো। ফোনটা কানে নিয়ে, এসে দরজা বন্ধ করে বলল,
– আজ দেরি করলেন যে ফোন দিতে? জানেন কখন থেকে ওয়েট করছি।
– সরি আদু, আম্মুর শরীরটা ভালো ছিল না উনাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম , মাত্র আসলাম। তো কেমন আছো?
– আলহামদুলিল্লাহ আমি ভালো তবে এখন আন্টির শরীর কেমন?
– আগের থেকে অনেকটা সুস্থ আছেন তবে রেগুলার মেডিসিন ও চেকাপ করাতে হবে। তোমাকে তো বলেছি আমার পরিবারের কি অবস্থা।
– আপনাকে কতবার বলেছি আপনার নাম, ঠিকানা আমাকে দেন দেখি আপনার কোনো হেল্প করতে পারি কিনা? কিন্তু আপনার তো সেই এক কথা ‘কারো হেল্প নিবেন না’। একাই সব সামাল দিবেন।
ফোনের ওপাশের ছেলেটি হাসলো। তিন মাস ধরে এই অচেনা অজানা ছেলেটির সাথে প্রতিদিন রাত নয়টায় কথা হয় আদিবার। রং নাম্বারে আসা এই কলের জন্য প্রতিদিন অপেক্ষা করে সে। কিন্তু এখনও এই ছেলের নাম কিংবা পরিচয় সে জানে না। শুধু জানে ছেলেটির বাবা বেঁচে নেই , তারা তিন ভাই তিন বোন। পরিবারের অবস্থা বেশি ভালো না থাকায় ইন্টার পর্যন্ত পড়ালেখা করে ছোটখাটো চাকরি করছে সে। এক বোনের বিয়ে দিয়ে দিয়েছে আর বাকি চারজনের পড়ালেখা, মায়ের অসুস্থতার খরচ সব একা হাতে সামলাচ্ছে সে। এইসব শোনে হয়তো আদিবা ছেলেটির প্রতি দুর্বল হয়ে পড়েছে। হতে পারে ছেলেটির কষ্টের কাহিনী তার মনকে আকর্ষণ করেছে। হঠাৎ দরজায় মায়ের কণ্ঠ শোনে আদিবা ফোনের ওপাশে থাকা ছেলেটিকে বলল,
– আম্মু ডাকছে, রাখছি।
– ভালো থেকো।
বিছানা থেকে উঠে দরজা খুলতেই আদিবার মা বলল,
– তাড়াতাড়ি খেতে আয়। তোর বাবা অপেক্ষা করছে।
আদিবা চলে গেলো রাতের খাবার খেতে। বাম পাশের চেয়ারে বসে আছেন আদিবার আব্বু মিষ্টার নিজাম উদ্দিন আর তার পাশে বসেছে আদিবার পাঁচ বছরের ছোট্ট বোন আদুরী। আদিবার মা খাবার বেড়ে দিলেন।
– আম্মু, অরিনের আম্মু বলল আজকে নাকি ওই রাজাকারের বাচ্চা আই মীন ফয়সাল তোমাকে দেখতে এসেছে তাও আবার হসপিটালে। আচ্ছা মা ওদের টাকা পয়সা কি সব শেষ হয়ে গিয়েছে?
আদিবার বাবা রাজনীতি একদম পছন্দ করেন না সেইজন্যই তিনি ফয়সালকে রাজাকারের বাচ্চা বলেই ডাকেন।
– জানি না গো আব্বু। আমিও তো অবাক হয়েছি তখন, যখন দেখলাম বিখ্যাত ব্যাক্তি ফয়সাল আহমেদ আমাকে দেখতে এসেছে।
– তুমি কি রাজি আম্মু?
কেশে উঠলো আদিবা। মিষ্টার নিজাম উদ্দিন পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন,
– রিল্যাক্স আম্মু। শান্ত হয়ে খাবার খাও।
– রিলাক্স কিভাবে হবো আব্বু? তুমি জিজ্ঞাসা করছো ওই ছেলেকে বিয়ে করতে কিনা আমি রাজি নাকি? আব্বু আমার মাথার তার ছিঁড়ে গেছে এমন মনে হয় তোমার?
বিজয়ীর হাসি হাসলেন মিষ্টার নিজাম উদ্দিন। উনি এমন বড় পরিবারে কিছুতেই মেয়ের বিয়ে দিবেন না । উনি উনার সামর্থ্য অনুযায়ী এমন লোকের কাছেই মেয়ের বিয়ে দিবেন যেন কথা শোনাতে না পারে। আদুরী তখন অভিমানী সুরে বলল,
– আপু, ওই লোকগুলো মোটেও ভালো না। তোমাকে দেখে টাকাও দিলো না । আম্মুকে বলবো তোমাকে কালো টিপ পড়িয়ে দিতে। বাজে লোকগুলো নজর দিয়ে গেছে। ওই ছেলের থেকে তো আমার ক্লাসের জিসান ভাইয়া অনেক ভালো। প্রতিদিন আমাকে চকোলেট গিফট করে। আমি জিসান ভাইয়াকে বলেছি, যদি সব সময় চকোলেট গিফট করো তাহলে বড় হয়ে তোমাকেই বিয়ে করব আর না করলে তোমাকে বিয়ে করব না।
ছোট মেয়ের কথা শোনে রাগী দৃষ্টিতে তাকালেন মিষ্টার নিজাম উদ্দিন। আদুরী তার ইনোসেন্ট মার্কা মুখে পাপ্পি দিয়ে বলল,
– তুমিই তো বলেছো আমরা দুই বোন তোমার মেয়ে কম বন্ধু বেশি সেইজন্যই তো শেয়ার করলাম বন্ধু হিসেবে হিহিহিহি।
এইবার সবাই হেসে দিল। খুনসুটির ভিতরে তাদের রাতের খাবারের সমাপ্তি ঘটলো,
পরের দিন সকালে আদুরী এসে আদিবাকে বলল,
– আপু আমি মনে হয় আর বাঁচবো না।
চলবে,
বানান ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কেমন। ঈদ মোবারক।
আদুরীর কথা শোনে ভয়ে তার গালে,কপালে বেঘোরে চুমু দিতে লাগলো সে। মরে যাবে কথাটা যেনো তার বুকে তীরের মতো লেগেছে। কাছের কোনো মানুষ যদি বলে মরে যাবে তাহলে মনের ভিতর কি চলে তা সেই মানুষটা ছাড়া আর কেউ বুঝে না। ভয়ে ভয়ে আদুরীর কপালে গায়ে হাত বুলিয়ে বলল,
– জ্বর তো নেই তাহলে কি হয়েছে তোর?
– আমার সাথে আসো আমার পড়ার টেবিলের কাছে পরে বলছি।
আদুরী আদিবাকে নিয়ে গেলো তার পড়ার টেবিলের কাছে। দরজার দিকে তাকিয়ে মা বাবাকে দেখতে না পেয়ে বলল,
– আমাদের স্কুলের সিয়াম ভাইয়া আমাকে হুমকি দিচ্ছে আপু। আমি যদি জিসান ভাইয়ার কাছ থেকে চকোলেট নেই তাহলে নাকি আমাকে মারবে। এই দেখো একটা চিঠি।
চিঠিটা ধরিয়ে দিল আদিবার হাতে। বাচ্চা হাতের লেখা দেখেই বুঝা যাচ্ছে, চিঠিতে লিখা আছে,
আদুরিনী,
তুই ওই জিসানের কাছ থেকে চকোলেট নিবি না। এখন থেকে চকোলেট আমি তোকে কিনে দিবো। কথা না শুনলে মাইর হবে মাইর।
বেশ অবাক হলো আদিবা। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো,
– কোন ক্লাসে পড়ে সিয়াম?
– ক্লাস থ্রী।
আদিবার মাথায় চিন্তার ভাঁজ। ক্লাস থ্রির ছেলে এই ধরনের চিঠি লিখতে পারে তার কাছে অজানা। তার ছোট বোন আদুরী সবে প্লের গণ্ডি ছাড়িয়ে নার্সারিতে উঠেছে। মেধা ভালো থাকায় বাংলা বানান খুব সহজেই সে শিখে নিয়েছে। আর এখন কিনা সেই নার্সারি পড়া মেয়েকেও লাভ লেটার পাঠানো হয়? ডিজিটাল বাংলাদেশ এখন যে সত্যিই ডিজিটাল হয়ে গেছে। কিন্তু ছোট বোনকে এই বয়সে এইসবে জড়ানো একদম ঠিক না তাই মুখে মিষ্টি হাসি নিয়ে আদুরীকে কোলে নিয়ে বলল,
– বনু, তুমি এখন থেকে জিসান কিংবা সিয়াম কারো সাথেই কথা বলবে না কেমন?
– কেন আপু?
– কারণ তোমার এখন খেলাধুলা এবং পড়ালেখা করার বয়স। মাথার মধ্যে বড়দের চিন্তা ভাবনা নেওয়ার বয়স না। তুমি জানো যেদিন তুমি ডক্টর হবে তখন কত কত মানুষ তোমার কাছে আসবে সেবা নেওয়ার জন্য। তোমার খুব ইচ্ছা মানুষের সেবা করা তাই না?
– হুম তো। এখন তো ছোট আমি তাই পারছি না। জানো সেদিন একটা নানু আসছিল, কি ময়লা কাপড় তাই আমি আম্মুর আলমারি থেকে অনেক সুন্দর একটা শাড়ি ওই নানুকে দিয়ে দিছি। নানুটা বলছিল তার নাকি ক্ষুধা লাগছে তাই আমি ফ্রিজ থেকে আইস্ক্রিমের বক্স,পাউরুটির প্যাকেট দিয়ে দিছিলাম। নানু তখন হেসে হেসে বলেছিল, আজ অনেকদিন পর আমার সোহাগ বড়োলোকের আইসক্রিম খাইবো। আচ্ছা আপু বড়োলোকের আইসক্রিম কি?
আদিবা বুঝলো কোনো বয়স্ক মহিলা ভিক্ষা করার জন্য এসেছিল। আম্মু হয়তো ঘুমিয়েছিল সেইজন্যই এই বুড়ি যা মনে হয়েছিল তাই করেছে। বুকের বাঁ পাশে এক ধরনের শান্তির বাতাস বইতে লাগলো। আদুরীকে বলল,
– তুমি যে তাকে ভালোবেসেছো সেইজন্যই উনি খুশি হয়েছেন। আচ্ছা বাসায় ভাত ছিলো না?
আদুরী মুখ কালো করে বলল,
– আমি ভাতের পাতিলে ধরতে পারিনি। ভীষণ ছোট তো আমি। আম্মুকে ডাকতে গিয়েছিলাম পরে দেখি আম্মু ঘুমাচ্ছে। তুমি তো জানোই ঘুম থেকে ডাকলে আম্মুর মাথা ব্যাথা করবে সেইজন্যই হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েছি।
আদুরীর কপালে চুমু দিয়ে বলল আদিবা,
– এই না হলে আমার বোন। এখন থেকে জিসান কিংবা সিয়াম কারো সাথেই কথা বলবে না। আজ থেকে চকোলেট আমি কিনে দিবো তবে বেশি নয় কারণ,,,,,।
আদিবা বলার আগেই আদুরী বলল,
– দাঁতে পোকা হতে পারে হিহিহিহি।
আদুরীর কথায় হাসলো আদিবা।
_______________
আজকের দিনটা হলো শেয়াল মামার বিয়ে। আকাশে দেখা যাচ্ছে এই বৃষ্টি এই রোদ। সূর্য মামার কঠিনতম আলোর মাঝে পড়ছে ঝিরঝির বৃষ্টি। আবার দেখা যাচ্ছে ঢাকঢোল পিটানোর মতো বজ্রপাতের শব্দ। বড্ড একগুঁয়ে লাগছে ফয়সালের। আকাশের এই রঙ ঢং তাকে আটকিয়ে রেখেছে বাসায়। জামতলার মোড়ে আজ বিচার হবার কথা কিন্তু আকাশের রঙ তামাশার কারণে হচ্ছে না। একা একা যখন বোরিং ফিল করছিল সে, তখনি তার বন্ধু আরিফ এসে দাঁড়ালো তার পাশে। আরিফের মুখ দেখেই বুঝা যাচ্ছে আজ সে ফয়সালের পিছনে লাগার জন্য এসেছে। বিরক্তি নিয়ে বলল ফয়সাল,
– কি চাই?
– আরেহ দোস্ত রাগ করছিস কেন? ওহহ বুঝছি একা একা বোরিং হচ্ছিস। একে তো ঝিরঝির বৃষ্টি তার উপর বউ ছাড়া বোরিং তো হওয়ারই কথা।
– বাজে কথা বন্ধ কর। কেন এসেছিস? নিশ্চয় আব্বু কিছু বলেছে?
সন্দিহান দৃষ্টিতে তাকালো ফয়সাল। আরিফ মুখে দুষ্টু হাসি রেখেই বলল,
– এইজন্যই তোকে এত ভালোবাসি দোস্ত। মুখ দেখেই মনের কথা বুঝে ফেলিস। তো সেই বাঘিনীর পরিচয় কি রে? শুনলাম মেয়েটার বাবার ফোন বন্ধ।
– ওই মেয়ে আব্বুকে ভুল নাম্বার দিয়েছে। আব্বু সেটা না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝে গেছি।
– বলিস কি! সত্যিই তাহলে মেয়েটার বুকে দম আছে বন্ধু। তোর আব্বুকে ভুল নাম্বার দেওয়ার জন্যও এমন একটা ভাবী চাই।
ধমকের সুরে বলল ফয়সাল,
– তুই এইখান থেকে যাবি। আর ওই মেয়ের প্রশংসা আবার করলে এক্ষুনি তোকে ধাক্কা মেরে জানালা দিয়ে ফেলে দিবো। শুধু ওই ফাজিল মেয়ের সাথে দেখা হোক দেখিস কি করি। ভুল নাম্বার দেওয়া তাই না বুঝাবো ভুল নাম্বার কাকে দিয়েছে।
রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে পড়ল ফয়সাল। কিছুতেই সে এই অপমানটা মেনে নিতে পারছে না। ফয়সালের পিছু পিছু আরিফও ছুটলো।
___________________
দুধ চা হাতে নিয়ে জানালার দিকে তাকিয়ে আছে আদিবা। বাইরে থেকে মিষ্টি বাতাস তার খোলা চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছি। চা এর কাপে শব্দ করে চুমুক দিল সে আর বলতে লাগলো,
– আহা। কি সাধের চা আমার। বাহিরে বৃষ্টি আর আমি গরম চা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করছি ব্যাপারটা ভীষণ ধারুন। তবে আজকের বৃষ্টিটা কেমন যেন মানানসই মনে হচ্ছে না আমার কাছে। বৃষ্টি হওয়া উচিত একদম ঝর্ণার মতো। আকাশ থেকে ঝিরঝির করে শুধু পড়বে, সেই বৃষ্টিতে আমি আমার রাঙা হাত দুটো ভিজিয়ে বৃষ্টি বিলাস করবো কিন্তু বৃষ্টি হচ্ছে রোদের সাথে তাল মিলিয়ে। এই রোদ এই বৃষ্টি। রোদ বৃষ্টির লুকোচুরি।
আদিবার কথার মাঝে উপস্থিত হলো আদুরী। কোমড়ে হাত রেখে গোলগোল চোখ করে কপালে চিন্তার ভাঁজ করে বলল সে,
– ইসসসসসস বাচ্চা মেয়েটা আবারো জানালা খুলে রেখেছে। দেখছো আপু , বাতাসে বৃষ্টির পানি রুমে এসে পড়ছে। এইগুলো কে পরিষ্কার করবে শুনি? এই আদুরীনি ছাড়া তো ঘর মোছার মানুষ এই বাসায় আর দুটি নেই। সকাল থেকে কাজ করতে করতে শরীর বড্ড ক্লান্ত হয়ে পড়েছে আমার।
কথাগুলো বলেই আদুরী বিছানায় গা এলিয়ে দিল। আদিবা চোখ দুটো ছোট ছোট করে বলল,
– তুই আবার কবে থেকে ঘর মোছার দায়িত্ব নিয়েছিস? আচ্ছা বেতন কত তোর?
ছোট দুটো গাল ফুলালো আদুরী। অভিমানী কণ্ঠে বলল,
– তুমি বাসায় না থাকলে শেফালী আর মুনমুনকে নিয়ে ওই জায়গায় খেলি আমি। এখন বৃষ্টির কারণে জায়গাটা ময়লা হয়ে গিয়েছে সেইজন্যই এখন আমার পরিষ্কার করতে হবে।
শেফালী আর মুনমুন হলো আদুরীর দুইটা পুতুলের নাম। ভীষণ ভালোবাসা এই পুতুল দুটোকে সে। আদিবা হেসে বলল,
– ওকে যা আজ তোর পুতুলের থাকার জায়গা আমি পরিষ্কার করে দিবো। কষ্ট নেই তো আর?
আদুরী ভীষণ খুশি হয়ে আদিবার দু গালে চুমু দিলো।
______________
অরিন ও আদিবা কলেজের উদ্দেশ্য হাঁটা দিল। পার্কের সামনে দিয়ে যেতেই আদিবার চোখ দুটি চড়ক গাছ হয়ে গেলো। পাবলিক প্লেসে একজন ছেলে একজন মেয়ে গভীরভাবে ভালোবাসা প্রকাশ করছে। চোখে হাত দিয়ে অরিনের দিকে তাকিয়ে বলল,
– ছিঃ কি নির্লজ্জ। এদের মা বাবা দেখে না এইসব। আমার শরীর শিউরে উঠছে বারবার। ছিঃ আল্লাহ কি দেখালো আমাকে। এই অরিন আমার চোখ পাপী হয়ে গেছে।
আদিবার কথা শোনে অরিন তাকালো সেই জুটির দিকে। চোখ সরিয়ে নিয়ে বলল,
– ওরা রোমান্স করছে তোর সমস্যা কি?
– এইটা রোমান্স করার জায়গা?
– তো তোর বাসায় গিয়ে করবে বুঝি। জানিস আজকাল পার্ক তৈরি করা হয়েছে শুধু মাত্র প্রেমিক প্রেমিকার জন্য। যেদিন প্রেম করবি সেদিন বুঝবি।
রাগী কণ্ঠে বলে উঠলো আদিবা,
– ছিঃ কি বাজে বকছিস। প্রেম ভালোবাসা শুধু দৈহিক চাহিদা নয়। প্রেম ভালোবাসা হলো মনের চাহিদা। সত্যি কারের প্রেম ভালোবাসায় বিয়ের আগে এই অসামাজিক কার্যকলাপ কখনো কেউ করে না। দেখিস এই ভালোবাসা দুইদিন পর শেষ হয়ে যাবে যখন যে যার চাহিদা পূরণ করে ফেলবে।
– এইটা ঠিক। চল এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাই। পাশ ফিরে তাকালেই শরীর ঘিনঘিন করে আমার।
দুই বান্ধবী দ্রুত পা চালিয়ে চলে গেলো। কলেজে আসা মাত্রই অঘটন ঘটলো তবে তাদের দুইজনের সাথে নয়। অঘটন ঘটলো,,,,,,,,,,
চলবে,
বানান ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আদুরী ওর সামর্থ্য অনুযায়ী সেবা করেছে, সে যদি আজ বড় থাকতো ভাতের পাতিলে তার হাত যেতো, সেই মহিলাকে সে ভাত খাওয়াতে পারতো। ঠিক তেমনি আজ আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী আশে পাশের গরীব মানুষদের সাহায্য করি এক বেলা তারা ভালো কিছু খেতে পারবে।
May be an image of one or more people, people standing, sky and text that says "দু'মুঠো প্রেম ফারজানা আফরোজ"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..