আশৈশব এক প্রতিবাদ হীন মানুষ
বোধের বিলাপে ছিল কান্না
ছাতিমের তলে আশ্রয় খুঁজে
ক্লান্ত, বিষন্ন মন।
অযাচিত এক ভালোবাসায় ডুবে
দুঃখ অনুভবের রাস্তায় বিচরণ
তূর পাহাড়ের চূড়ায়
চুড়ান্ত বিজয় আসেনি তখনও
অনেক অচেনা, অজানা পথ
তারপর স্থিতিশীল।
আমৃত্যু লড়াই করা শিখে
এখন পড়ন্ত বেলায়
ছিটেফোঁটা জুটেছে সুখ।
অশনী সংকেত তবুও বাজে
বীণার তারে তেজোবান অসুর
কান্না করে বেঘোরে
সাড়াবার নয় ক্ষত।
ক্ষতিগ্রস্ত মন আজো শূন্য
অঢেল পাওয়ায়ও তাই অতৃপ্তি
বয়ে বেড়ানো এক যোদ্ধা।
তবুও ভালো যুদ্ধ করা শিখে
কিছুটা বিষন্ন, কিছুটা শ্রান্ত
তেড়ে বেড়ানো জীবন যখন
শঙ্কা কাটেনা অনিশ্চিতের
দীপ্তিহীন প্রশ্রবণে।।
Leave a Reply