তোমারে, আমার খামাখাই ভাল্লাগে।
দেখতে ভাল্লাগে, শুনতে ভাল্লাগে,
তোমার কথা ভাবতে ভাল্লাগে।
তোমারে নিয়া কিছু বলতে ভাল্লাগে,
দুই কলম লেখতে ভাল্লাগে।
ভাল্লাগাইতেও ভাল্লাগে।
কারণে-অকারণে, ব্যাকরণে ভাল্লাগে ।
হুদাইহুদাই ভাল্লাগে।
❝ক্যান, যে তোমারে ভাল্লাগে?❞
বিশ্বাস করো, এই প্রশ্নের উত্তরটা খুঁজতেও ভাল্লাগে।
Leave a Reply