আমি পুস্প দেখে হাসি,পাখি দেখি হাসি
জলের উপর পাতার নাচন দেখে হাসি-
হাসি স্রষ্টার সৃষ্টি অবদান দেখে,বিস্মিত হই!
মূহুর্তে জীবনের রঙ বদলে যায়!
লাল নীল হলুদ সবুজ,আবার
কখনো বিবর্ণ হয় ঝরে পড়ার প্রয়াসে!
আমি তখনো হাসি!
হাসতে হাসতে ভাসতে ভাসতে
চলে যাই বহুদূর,সেখানেও স্বপ্ন বুনি!
শুধু তোমাকে দেখলেই থেমে যায় সব!
এটা কোন অভিমান নয় ঘৃণা!
তবু বলতে হয় ভালোবাসি!
আসলে এটিও সত্য নয়,ভয়!!!
Leave a Reply