সহসা কোন এক শীত সকালে,
কুয়াশা জড়ানো ভেজা মাটি মাড়িয়ে,
আসবে তুমি ছুঁতে আমায়…
সেদিন আমার অপেক্ষার অবসান হবে,
তোমার জন্য গাঁথা শিউলির শুকনো মালাটি,
হাত থেকে ছিঁড়ে পড়বে…
শিউলিগুলো শুকিয়ে ঝরে পড়বে জানি,
কিন্তু আমাদের রঙিন সেই ক্যানভাস!
যেথায় আঁকা আমাদের সুখ স্মৃতিগুলো!
স্মৃতি তো কখনো ফুরায়না, হারিয়েও যায়না।
বরং মনের দুয়ারে করাঘাত করে বারে বার!
আর আমি স্মৃতি তাড়িত হয়ে তখন আবেগাপ্লুত হবো, তোমার মায়াময় মোহজালে!
এতো দিনের জমে থাকা অভিমানও ঝরে পড়বে অশ্রু হয়ে…
তুমি হয়তো সযত্নে মুছে দিবে আমার নয়নজল,
আগলে নিবে বাহুবন্ধনে, আমি যুগযুগ ধরে শুনবো তোমার হৃৎস্পন্দন!
Leave a Reply