1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার
জলপাই রঙের স্বাধীনতা মেনে নেয় না জাতি
এটা ইতিহাস —প্রচ্ছন্ন ইঙ্গিত নয়, সরাসরি, এ্যাকশন
এই বাঙালি রুখতে জানে, জলপাই বনের বাঘ
আর খাকি পোশাকের হায়েনাদের রুখে দিয়েছিল
নব্বই আছে, একাত্তর আছে, এ জাতির আছে উনসত্তর
ছেষট্টি ও বায়ান্নো আছে, সাতচল্লিশ আছে,
আছে পলাশীর আম্রকানন, আছে চর্যাপদ।
এ জাতি লড়াইয়ে মানে না হার, এ জাতি
প্রলয়ের মুখে ধ্বংস রুখে দাঁড়াতে জানে
সাগরের ঢেউকে কব্জা করে তুলে আনতে পারে লবন
আর মাটির অভ্যন্তর থেকে তুলে আনে খনিজ বিপ্লব।
তোমরা জানো, জলপাই রঙের স্বাধীনতা মানে না এ দেশ
অস্ত্রের মুখে পরাজয় স্বীকার করে না
রক্তে রঞ্জিত রাজপথের ইতিহাস এ দেশের হাজার বছরের
এ দেশের মানুষ চোখের কান্নাকে মুছে ফেলতে জানে
আগুনের বিপরীতে দাঁড়াতে জানে ভিসুভিয়াসের মতো
নক্ষত্র জুপিটার হাতে ধরে অবলীলায় ছুড়ে ফেলতে জানে
প্রতিরোধ করতে জানে সকল ষড়যন্ত্রের, এমনকি
ট্যাংকের সামনে পেতে দেওয়া বুক এই সাধারণ মানুষের।
জলপাই রঙের স্বাধীনতা মেনে নেয় না জাতি
জলপাই রঙের স্বাধীনতা মানবে না বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..