ঘুম একটি আল্লাহর বড় নিয়ামত।
অথচ সেই ঘুম যদি না আসে কি যে কস্ট,
যার ঘুম না আসে সেই বুঝে সেই নিয়ামতের কথা।
যে আমি ছিলাম ঘুম কাতুরে,
শুইলেই সাথে সাথে ঘুম চলে আসে।
সেই আমার ঘুম নেই,
তুমি নেই ঘুমও আমার কাছে থেকে বিদায় নিয়েছে।
মোটেও যেন ঘুম আসছে না,
গভীর রাতে যখন ঘুম না আসতে আসতে শরীর টা খুব ক্লান্ত হয়ে পড়ে তখন ঘুম চলে আসে।
অথচ তুমি থাকতে মাঝে মাঝে ঘুমের ব্যাঘাত হলেও তোমাকে ধরে শুইলেই ঘুম চলে আসে,
তোমার শরীরের স্পর্শে ঘুম চলে আসে।
তোমার শরীরের গন্ধেও ঘুম চলে আসে,
তাইতো আল্লাহ জুরি বেধে দিয়েছেন।
তাইতো আল্লাহর জুরির কদর করা উচিত।
২১শে সেপ্টেম্বর ৭.১২টায়
Leave a Reply