গোধূলি বেলায় হাতে পাওয়া চাঁদ
কেটে যায় জীবনের সব অবসাদ
মেঘেদের ওড়াওড়ি সংঘর্ষের ছল
অতি নিকটে টলমল বৃষ্টির জল
সরে গেলে সব মেঘ আকাশ খুশি
দূরত্ব তোমার তরে বিষের বাঁশী
চাঁদের হাতে রেখে হাত ছুঁই তোমারে
শূন্যে উড়ে বেড়াই আলো আঁধারে।
কখনো কাছে রই দূরে কখনো
বিভোর গন্ধে তোর মন মাতানো
ছায়া তোর ঘর জুড়ে প্রতিনিয়ত
তব সুর হৃদয় গহীনে প্রতিধ্বনিত।
Leave a Reply