1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

গল্প–# সম্পর্কের_বন্ধন লেখিকা– # ® সোনালী আহমেদ – ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব এবং ৪র্থ পর্ব

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৮৩২ বার
১.
“বড় ভাবীর সাথে একই বিছানায় ঘনিষ্ট অবস্থায় আমার স্বামী। স্পষ্ট সব দেখেছি আমি। বিষয়টা যদি বিয়ের পরের দিন সকালেই ঘটে থাকে আমার সাথে, তাহলে? এরপরেও আপনারা আমাকে চুপ থাকতে বলছেন? আপনাদের কি বিবেক-বুদ্ধি কিছুই নেই?”
উত্তেজিত কন্ঠে কথা বলছে রিপা। রিপা যখন উত্তেজিত হয়ে কথা বলে তখন তার কপালের রগগুলো ঈষৎ কালো হয়ে ফোলা দিয়ে ওঠে, এবারও তার ব্যতিক্রম হয় নি। রাগ যেনো শিরায় শিরায় টগবগ করছে। নির্মলা বেগম তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছেন। বাড়ীতে লোকজন গিজগিজ করছে, বিষয়টি তার সম্মানের ব্যাপার। বাড়ীর নতুন বউ এমন তামাশা করলে তো তার লাগবেই। রিপাকে গতকাল তার ছোট ছেলে শ্যামল কে বিয়ে করিয়েছেন তিনি। বিয়ের একটা দিন না যেতেই নতুন বউয়ের মুখে এমন কথা তার জন্য বদহজমের মতো। তার হাব-ভঙ্গি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, ছেলের ব্যাপারে আরোপিত অভিযোগে তার কোনো মাথা ব্যাথা নেই, তার মাথা ব্যাথা কেবল মান-ইজ্জতের। রিপাকে থামাতে না পেরে অনুনয়ের সুরে তিনি বললেন,
‘ বউমা চুপ করো। দোহাই লাগে।’
নির্মলার অনুনয়ের সুর রিপার কান অবধি ঠেকেছে কি না কে জানে? সে তো দিব্যি চেঁচিয়ে যাচ্ছে। তার চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে সে কতটা শোকে আছে। ভয়ংকর কান্না পাচ্ছে,কিন্তু কাঁদছে না। এমন মানুষ গুলোর সামনে কিছুতেই কাঁদবে না। সে চায় না, তারা তাকে দুর্বল ভেবে ঝাপিয়ে পড়ুক। এজন্য সে তার গর্জন চালিয়ে রেখেছে। কড়া আওয়াজে বললো,
‘ শাশুড়ি মা, আপনি চুপ থাকতে বলছেন? এটা চুপ থাকার বিষয়? বিয়ের একটা দিন না যেতেই এমন অনাকাঙ্ক্ষিত কাহিনী। আপনি ঠিক আছেন তো?ভেবে চিন্তে কথা বলছেন? আমার পরিবর্তে আপনার মেয়ে শিলা যদি থাকতো তাহলেও কি একই জবাব আসতো?’
রিপার কন্ঠে প্রতিবাদের ধ্বনি। সে টের পাচ্ছে তার রক্ত চলাচল দ্রুত চলছে। হার্টবিট অস্বাভাবিকভাবে দপাদপ আওয়াজ তুলছে। শরীর থেকে চিকন ঘাম তরতর করে বয়ে যাচ্ছে। চোখের পেছনের সাদা অংশ সূর্যের আভার মতো লাল হয়ে আছে। সে সেই রক্তবর্ণ চোখে তাকালো শ্যামলের দিকে। শ্যামলের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। রিপার সাথে না বিয়ের সময় আর বিয়ের পর এক দন্ড হেসে কথা বলেছে সে। সবময় এড়িয়ে চলেছে। বিয়ের আগে এর কারণ ধরতে না পারলে এখন স্পষ্ট ধরতে পারছে রিপা। তাহলে বড় ভাবী বলে যাকে পরিচয় করিয়েছিলো তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণেই তাকে এড়িয়ে চলা হতো। শ্যামলের দিকে ঘৃণার দৃষ্টি নিপাত করেই মুখ মন্ডল ঘুরিয়ে নিলো সে। একটা সময় তার ঘর্মাক্ত নাকের ডগা দেখে কত প্রতিবেশী ভবিষ্যৎ বাণী করেছিলো সে নাকি স্বামী সোহাগী হবে। এই কি তার স্বামী সোহাগীর নমুনা? তাচ্ছিল্যের হাসি আসছে তার। কি ভাগ্য! সাদামাটা আর সহজ-সরল দেখতে লোকটার ভেতর টা যে এমন হবে কল্পনায় আনে নি রিপা। তাকে সবাই বলে সে নাকি মানুষ চিনতে পারে না, আজ তার বিশ্বাস হলো, সে আসলেই মানুষ চিনতে পারে না। লোকে একদম সত্য বলে!
রিপার বিয়ে ঘটকের আয়োজনে হয়েছে। শশুড়বাড়ীর লোকজন তাকে পছন্দ করেই বিয়ে ঠিক করিয়েছেন। সে বারবার শুনেছে পাত্র পক্ষের নাকি তাকে খুব পছন্দ হয়েছে আর সেজন্য বিয়ে বাবদ সকল খরচ তারা বহন করবে। এবং খুব কম আয়োজনে বিয়ে সম্পন্ন করবেন। মেয়ে পক্ষের উপর কোনো রকম দাবি নেই তাদের, শুধু মেয়ে হলেই চলবে। এমন দু মুখো সাপের দেখা যে এভাবে পাবে সে বিশ্বাস করতে পারছে না। তিন বোনের মধ্যে সবচেয়ে বড় হলো সে। নিপা আর শিপা কলেজে পড়ে। বাবা বে-সরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন। মাসিক বেতন ২০ হাজারের কাছাকাছি। মধ্যবিত্ত স্বচ্ছল পরিবার তাদের। তিন মেয়ে বাবদ খরচ আর সংসারের যাবতীয় খরচ এ টাকা দিয়ে দিব্যি কেটে যায়। কিন্তু যখন কোনো বাড়তি খরচ এসে কাঁধে পড়ে তখন হিমশিম খেতে হয়। এ যেমন- গত ফেব্রুয়ারির শুরুর দিকে যখন শিমা টাইফয়েড বাঁধিয়েছিলো তখন কোনো রকম সিদ্ধ চাল আর ডিম খেতে হয়েছিলো এবং বাড়তি কোনো খরচ করতে পারে নি। রিপার বাবা রুবেল সাহেব বড্ড ইন্ট্রোভার্টেড মানুষ। তিনি ধার-দেনা পছন্দ করেন না। নিজের যে টুকু আছে সেটুকু দিয়েই সংসার চালান, কোনো রকম বাড়তি খরচ করেন না। তাই বলে কি মেয়েদের শখ আহ্লাদ মেটান না? মেটায়। মেয়েরা কিছু চাইলে কখনো না করেন না, দ্বিতীয়বার তাকে মনে করিয়ে দেওয়ার পূর্বেই নিয়ে আসেন। তিন মেয়েকে বড্ড ভালোবাসেন তিনি। মেয়েকে বিয়ে দেওয়ার খেয়াল পূর্বে ছিলো না, কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়েছে তখন আর না করে নি। কে জানে কয়দিন আর বাঁচবে সে! তার আগে মেয়েদের একটা ঠিক করে যেতে চান তিনি। ডায়বেটিসের ভুক্তভোগী সে। তার উপর মাস খানেক আগে পায়ের আঙ্গুলের গোড়ালি কাটিয়ে এসেছেন তিনি। আর তার জন্য সম্পূর্ণ হাসপাতালের চিকিৎসার উপরে রয়েছেন। ডাক্তার কড়া নির্দেশ পা যেনো কোনো মতেই ইনফেকশন না হয়। কারন ডায়বেটিসের রোগীর জন্য পা খুবই নাজুক(সেন্সিটিভ) স্থান। এবং উনাকে যেনো বাড়তি টেনশন না দেওয়া হয়। নাহলে উনার জন্য বিরাট ঝুঁকি রয়েছে। এ বিষয়গুলো ডাক্তার বলার পূর্বেই অবগত ছিলো রিপা। বাবার কথা বড্ড মনে পড়ছে রিপার। ভীষণ কান্না পাচ্ছে। বাবার কোলে একটুখানি কেঁদে নিলে হয়তো শান্তি পাবে। চাপা শ্বাস ফেলে কাপড়-চোপড়ের ট্রলি নিয়ে বেরিয়ে আসলো সে। মানুষের ভীড় কম দেখাচ্ছে। পরিবারের আত্মীয় ব্যতীত বোধ হয় আর কেউ নেই। রিপা বিলম্ব না করে পা বাড়ালো।
—‘ ভাবী,ভাবী। কোথায় যাচ্ছেন আপনি।’
হুট করে একদল ছেলে আর মেয়ে এসে পথ আটকায় রিপার। এদের এর আগে দেখে বলে মনে হয় নি রিপার।তাদের মধ্যে রয়েছে তিনটা ছেলে আর দুইটা মেয়ে। মেয়ে দুটোর কি সুন্দর গড়ন, ছেলেগুলো শ্বেতরঙ্গা। তাদের চোখ মুখে অস্থিরতা। দিশেহারা ভাব টাও ফুটো উঠেছে মুখে।
—‘আপনারা কারা? আমাকে আটকাচ্ছেন কেনো? জানেন কি হয়েছে আমার সাথে?’
–‘ সব জানি,ভাবী। আপনি একটু বসে দয়া করে আমাদের কিছু কথা শুনুন। আমরা ইমনের বন্ধু।’
—‘সব জানার পরেও আপনারা বসতে বলছেন? আর ইমন কে? এ বাড়ীর পাগল ছেলেটা?’
নেহাল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বন্ধুকে এমন শব্দ বলা টা তার গায়ে লেগেছে। শ্যামলের বড় ভাইয়ের নাম ইমন। ইমন প্রতিবন্ধি। তবে জন্মগত নয়, কিছু অনাকাঙ্খিত ঘটনার প্রভাবে সে প্রতিবন্ধী হয়েছে। তার রোগ চিরস্থায়ী নয়, চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যাবে। তবে কবে ঠিক হবে এর কোনো নিশ্চয়ইতা নেই। পারিবারিকভাবে সুস্থ করার জন্যই গত কয়েক মাস পূর্বে বাড়ীতে নিয়ে আসা হয়েছে। রিপাকে বসানো হয়েছে, তার সামনেই ইমনের বন্ধুরা বসেছে। তাকে ঘিরে যত আলোচনা চলছে। এর মধ্যে বাড়ীতে একবারও তাকে বিষয়গুলো জানানোর সুযোগ দেওয়া হয় নি।
—‘ভাবী, আপনি যাবেন না প্লিজ। আমাদের অনুরোধ রইলো নাহলে কিছু ঘটে যাবে।’
বিস্ফোরিত চোখে তাকালো রিপা। তার অবাক লাগছে, সবকিছু শুনার পরেও তাকে থাকার কথা বলছে কীভাবে? মানুষ এমনও হয়? সে বুঝেছে এখানে কেঁদে কোনো লাভ নেই। সবাই ঘুরেফিরে একতাল। চোখের জল মুছে, তাচ্ছিল্যের হাসি ছুড়ে উঠে দাড়িয়ে পড়লো রিপা।
—‘এখন তো আর এক মুহূর্ত দাড়াতে পারবো না। আমি এক্ষুণি চলে যাবো।’
নির্মলা বেগমের দিকে অসহায় দৃষ্টি এক পলক তাকালো ইমনের বন্ধুরা। নির্মলা বেগম সেই চাহনী এড়িয়ে স্বাভাবিক ভাবে তাকালেন। যার ভাবার্থ ‘তোমরা দায়িত্ব নিয়েছে কীভাবে সামলাবে সেটা তোমাদের ব্যাপার।’ ছেলে-মেয়েগুলো পরস্পরের মুখের দিকে বার কয়েক বার চাওয়াচাওয়ি করলো। হিসাব মিলিয়ে জুঁথি উঠে রিপার সামনে দাড়িয়ে পড়লো। রিপা চমকে তাকানোর পূর্বেই তার মুখে ক্লোরোফম স্প্রে করা হয়। জ্ঞান হারিয়ে ঢলে পড়ার সাথে সাথে এক জোড়া শক্তপোক্ত হাত এসে ধরে ফেললো। দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছে সে, রিপার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর,
চলবে?
২.
রিপা চমকে তাকানোর পূর্বেই তার মুখে ক্লোরোফম স্প্রে করা হয়। জ্ঞান হারিয়ে ঢলে পড়ার সাথে সাথে এক জোড়া শক্তপোক্ত হাত এসে ধরে ফেললো। দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছে সে, রিপার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর, বাকিদের দিকে ঘুরলো। হাত জোড়ার মালিক স্বয়ং শ্যামল। তাকে দূরে রাখা হয়েছিলো, সিদ্ধান্ত ছিলো ইমনের বন্ধুরা রিপাকে আটকাবে আর ওর পাশে কেউ থাকবে না। শ্যামল জানতো রিপাকে আটকানো যাবে না। এ মেয়ের পুরো বায়োডাটা জানা তার। রিপাকে ধরে ফেলতেই তালি বাজালো ইমন। দুই হাতে তালি বাজাচ্ছে আর খিলখিল করে হাসছে সে।
—‘কি মজা! কি মজা! ভাইয়া বার্বিডল ক্যাচ ধরেছে। ইয়াপ্পি, বার্বিডল এবার আর যেতে পারবে না।’
ইমনের কন্ঠ পাঁচ বছরের বাচ্চার ন্যায় শুনাচ্ছে। নেহাত সে অসুস্থ নাহলে সবাই তার অদ্ভুত কর্মকান্ডে হাসতো। নির্মলা বেগম ছলছল নয়নে ছেলের দিকে তাকিয়ে রইলো। মায়ের বুক পুড়ছে। কত হ্যান্ডসাম আর বুদ্ধিমান ছেলে ছিলো তার। সবসময় গম্ভীর থাকতো, মুখে কদাচিৎ হাসি দেখা যেতো। প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলতো না। তিনি সমসময় বলতেন, ‘ও বাপ তুই হাসোছ না কেনো? একটু হাস। আজ বলতে ইচ্ছা করছে, তুই হাসিছ না,যেমন থাকতি তেমন হয়ে যা। ‘ তার ছেলেকে না হাসলেই বড্ড সুন্দর লাগে। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, যাদের না হাসলে সুন্দর দেখায়। ইমন তেমন একজন। যাকে না হাসলে রাজপুত্রদের মতো দেখায়। না,না রাজপুত্ররা তো হাসে।
সন্ধ্যা নেমেছে ইতোপূর্বেই, পক্ষীকূল নীড়ে ফিরে গিয়েছে। আশপাশের পরিবেশ নিস্তব্ধ । রুমের মধ্যে জানালার পর্দা ভেদ করে বাতাস বইছে। বিছানায় রিপা জ্ঞানহীন পড়ে আছে। তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। শরীরের নাজেহাল দশা। বেশ কিছু সময় বাদে, আধো আধো চোখে চারপাশে তাকালো রিপা। শরীর আর মাথা যন্ত্রণা করছে। ভালোমতো চোখ মেলতেও পারছে না, মনে হচ্ছে মাথায় দশ কেজি ওজনের বস্তু ফেলে রাখা। দুই হাতে মাথা আকড়ে ধরে বসে এদিক ওদিক তাকালো। নিজের দিকে তাকাতেই চোখ বড় করে ফেললো। কি হয়েছে অনুমান করতে সময় লাগলো না। ঘৃণায় চোখ বন্ধ করে ফেললো। চোখের কোণ গড়িয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। এভাবে কিছুক্ষণ থাকার মাঝেই দরজা ঠেলে প্রবেশ করলো নুহা। নুহা সম্পর্কে রিপার ভাবী। তার হাতে কিছু খাবার রয়েছে। তাকে দেখেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিলো রিপা। মানুষ এত নির্লজ্জ, বেহায়া হয় তা নুহাকে না দেখলে রিপাও জানতো না।
–‘ভাবী, আপনাকে এগুলা খেয়ে নিতে বলেছে।’
রিপা শক্ত গলায় বললো,
—‘এগুলা নিয়ে যান।’
—‘ খাবারের উপর রাগ করতে নেই। আপনার শরীর খারাপ করবে তো ভাবী। খেয়ে নিন।’
রিপা উচ্চসুরে বললো,
—‘ চুত*মারা** আমার শরীর খারাপ করলে কি তুই তোর শরীরের জ্বালা মিটিয়ে নেওয়া বন্ধ করবি?’
— ‘ছিঃ, ভাবী। আপনি আমার সাথে মুখ খারাপ করে কথা বলছেন কেনো?’
—‘ এ্যাহ, ন্যাকামি! তোর ন্যাকামি দেখে আমি না আমার কাপুরুষ স্বামী গলবে। তখন লজ্জা করে না যখন পর-পুরুষের কাছে যাস? এখন লজ্জা লাগছে। কেমন মানুষ তুই? স্বামী অসুস্থ বলে অন্যের স্বামীর কাছে যাস। আবার আসে ছিঃ বলে নাক ছিঁটকাতে।’
–‘ দেখুন ভাবী আপনি এবার বেশি করছেন। না জেনে আমাকে যা নয় তা বলছেন। ‘
নুহার অগ্নিশর্মা রুপে কোনোরুপ পরিবর্তন দেখা দিলো না রিপার মধ্যে। সে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিলো। নুহা অপমানিতবোধ করলো। খাবার প্লেট টা ধিরাম করে ওর সামনে রাখলো। প্লেট রাখার সাথে ঝনঝন আওয়াজ হলো, যার রেশ ধরে ঘরে আসলো শ্যামল। নুহা যা শুনাতে চেয়েছিলো,তা আর শুনানো হলো না। রিপা বিছানার চাদর টেনে শরীরে জড়িয়ে নিলো। শ্যামলকে দেখতেই তার ঘেন্না লাগছে। শরীর কেমন ঘিন ঘিন করছে।
—‘কি হয়েছে?’
রিপা হুট করে চাদর সহ দাড়িয়ে গেলো। রাগাণ্বিত স্বরে বললো,
—‘ আমাকে অজ্ঞান করে এখানে আটকে রাখার কারণ কি? আর আমার সাথে কি করেছেন আপনারা? আমার মা-বাবা কই?’
রিপা ভীষণ বুদ্ধিমতি মেয়ে। ক্লোরোফর্ম তার নাকের নিকট নিয়ে আসতেই সে চিনে ফেলেছিলো। ল্যাবরেটরিতে বহুবার এটা নিয়ে কাজ করেছিলো সে। সে ধরে নিয়েছে, তাকে অজ্ঞান করে আটকে উল্টাপাল্টা কিছু করা হয়েছে তার সাথে। শ্যামল বাম ভ্রু উচিয়ে ঠোঁটে কুৎসিত হাসি ফুটিয়ে বললো,
–‘বাহ, বেশ বুদ্ধি তো। কি করেছি সেটা তো বুঝেছো,তার পরেও প্রশ্ন কেনো করছো? উমম, বুঝেছি আমার মুখ থেকে শুনতে চাও। আচ্ছা বলছি,,,’
—‘একদম বাজে বকবেন না।আপনি কাপুরুষ জানতাম, এতটা কাপুরুষ ভাবি নি। আমার ঘুমের ঘোরের সুযোগ নিয়েছেন। আপনার পুরুষত্বের আন্দাজ হয়ে গিয়েছে। খুব ভালো করেই জানতেন, আমি স্বজ্ঞানে থাকলে আমার সাথে কিছুই করতে পারতেন না। যাই হোক বলে রাখি, যদি বলেন এ কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করে আটকে রাখবেন তাহলে বলি এটা আপনার ভুল ধারনা। আমি এসবের পরোয়া করি না, আপনাদের গোমড় ফাঁস করেই ছাড়বো সাথে এখান থেকেও বের হবো।’
শ্যামল চোখ বন্ধ করে রেখেছে। রিপার শরীর জ্বালানো কথা কানে পৌঁছাতেই শরীরের লোম দাড়িয়ে গিয়েছে। শ্বাস-প্রশ্বাস গভীরভাবে টানছে আর ছাড়ছে। রাগে লাল হয়ে যাচ্ছে সে। কেউ তাকে এমন কথা বলার সুযোগ পায় নি কখনো, অথচ এই মেয়ে তাকে যা নয় তা বলছে। রাগটুকু যথাসম্ভব হজম করে থমথমে গলায় বললো,
—‘ বেশি তেজ ভালো না। উল্টো বেগ সামলাতে পারবে তো? চুপচাপ খাবারটুকু খেয়ে নাও।’
—‘খাবো না আপনার খাবার।’
বলেই প্লেট ছুঁড়ে ভেঙ্গে ফেললো রিপা। নুহা তার দিকে এগিয়ে যেতেই শ্যামল তাকে থামিয়ে দিলো। শান্ত চোখে রিপার দিকে এক পলক তাকিয়ে নুহাকে যেতে বললো। নুহা যেতে চাইলো না, ঠাঁই দাড়িয়ে রইলো। কিন্তু শ্যামলের চোখের দিকে তাকাতেই দ্বিতীয়বার উহ্ বলার সাহস করলো না। চুপচাপ বেরিয়ে গেলো। শ্যামল নিচু হয়ে সবটুকু খাবার তুলে নিলো, একটুও ছিটেফোঁটা রাখলো না। সব নিয়ে জানালা দিয়ে ফেলে দিলো। রিপার একদম কাছাকাছি যেয়ে শান্তস্বরে বললো,
–‘ এখন থেকে আগামি ২৪ ঘন্টা কোনো খাবার পাবি না। এটা তোর তেজের সামান্য প্রতিক্রিয়া দেখালাম।’
রিপা মুখ ফিরিয়ে নিলো। শ্যামল নিঃশব্দে বেরিয়ে গেলো। যেতে যেতে ভালো করে দরজা আটকিয়ে গেলো। রিপাকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিলো। তাকে যা বলেছে এসবের কাছে শাস্তিটা পিঁপড়া সমান। সে ভালো ব্যবহার করতে চেয়েছিলো,কিন্তু রিপার নোংরা ভাষা তা করতে দিলো না তাকে। তীক্ত মেজাজে বেরোতেই ডাইনিং রুমে মায়ের মুখোমুখি হতে হলো। নির্মলা বেগম পানে চুন লাগাচ্ছিলেন। শ্যামলকে দেখে তড়িঘড়ি পান মুখে দিতে দিতে বললেন,
–‘ হ্যা রে, কি হয়েছে? ঝামেলা করে নাই তো? ইমনের বন্ধুদের একবার আসিতে বলিবো নাকি?’
—‘কোনে দরকার নেই। প্রতি কথায় ওদের কেনো ডাকতে হবে? তাহলে আমাকে আর কি দরকার।’
—‘ আহা, রেগে যাচ্ছিস কেনো? মেয়ের বাপ বারবার ফোন দিয়ে জ্বালাইতেছে। বলতেছে, ফিরা না কইরা বিয়ের পরের দিন হানিমুনে গেছে কেনো? আরেকদিন পরে গেলে কি হতো? একবার তার সাথে কথা বলিয়ে দিতে। আমি এ কথা ও কথা বলে বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেছি। তাই বলছিলাম একবার কোনোরকম যদি ওরে দিয়ে কথা বলাইতে পারোস তাহলে টেনশন থাকবে না। আমি ক্লান্ত মিথ্যা বলতে বলতে ।’
শ্যামল কথা বললো না। ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলো। তার ধ্যান ভেঙ্গে গেলো কাচের জিনিস ভেঙ্গে যাওয়ার চুরমার শব্দে। মায়ের পেছন পেছন সেও দৌড়ে দেখলো ইমন ফুলদানী ভেঙ্গে ফেলেছে। তার সামনে খাবারের প্লেট নিয়ে ঘুরছে নুহা। খাবে না সে জিদ ধরেছে। শ্যামল ধমকের স্বরে বললো,
—‘খাবে না কেনো? খাবারে কি হয়েছে? খাবার তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? চিনো না আমাকে বুঝেছো, দশদিন ও খাবার দিবো না।’
ইমন তার ধমকের পাত্তা দিলো না। উল্টো আরো অস্বাভাবিক হয়ে উঠলো। আরো একটা ফুলদানী ভেঙ্গে ফেললো।
—‘খাবো না,খাবো না। বার্বিডল ছাড়া খাবো না। বার্বিডলের সাথে খাবো।’
শ্যামল রেগে গেলো। তার দিকে তেড়ে যেতেই নির্মলা বেগম থামিয়ে দিলেন। অগত্যা রাগ দেখিয়ে ইমনের খাবারগুলো কেড়ে নিয়ে ফেলে দিলো। ওকেও খাবার দিবে না সে। দেখবে কি করে আজ না খেয়ে থাকে। তেজ দেখাচ্ছে তার সাথে, সেও দেখবে। তাকেও খাবার না দেওয়ার কঠিন ফরমায়েশ দিয়ে হনহন করে বেরিয়ে গেলো।
চলবে।
৩.
শ্যামল রেগে গেলো। তার দিকে তেড়ে যেতেই নির্মলা বেগম থামিয়ে দিলেন। অগত্যা রাগ দেখিয়ে ইমনের খাবারগুলো কেড়ে নিয়ে ফেলে দিলো। ওকেও খাবার দিবে না সে। দেখবে কি করে আজ না খেয়ে থাকে। তেজ দেখাচ্ছে তার সাথে, সেও দেখবে। তাকেও খাবার না দেওয়ার কঠিন ফরমায়েশ দিয়ে হনহন করে বেরিয়ে গেলো। রক্তিম চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলো ইমন। নির্মলা বেগম বুঝে গিয়েছেন তার ছেলে রেগে গিয়েছে। এখন নিশ্চই ভাংঙ্গাচুরা করবে। তিনি নুহা কে ইশারায় নিয়ে আসতে বলে ছেলেকে এ কথা সে কথা বলো মনোযোগ ভ্রষ্ট করতে চাইলেন। ইমন চোখের পলক ফেলেছে না। ইতোমধ্যে চোখে পানি জমে গিয়েছে। রাগে কথা বের হচ্ছে না মুখ দিয়ে। মা কে ঝাটকা মেরে সরিয়ে কাচের কাপ ঠাস করে মেঝেতে ফেললো। দ্বিতীয়বার অন্য কিছু ফেলার পূর্বেই “মিউ মিউ” আওয়াজ করে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো বার্বিডল। বার্বিডল বিড়ালের নাম। এ বিড়াল ছাড়া থাকতে পারে না ইমন। এর বিশেষ কারণ রয়েছে। বিড়াল টি ইমন ভক্ত। ইমনের যেমন বিড়ালের প্রতি টান ঠিক তার উল্টো শ্যামল। বিড়ালে তার এল্যার্জি, বিড়াল তার আশেপাশে গেলেই সে অনবরত হাঁচি দিতে থাকে। আর এ বিড়াল টি তার চরম শত্রু। এর আগেও একবার ওকে মেরে ফেলার জন্য বের করে পাঠিয়ে দিয়েছিলো, তখন বার্বিডলকে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলো ইমন। কোনো ধরনের ঔষধ নিতে চায় নি,কোনো কিছুতেই শান্ত থাকতো না। তারপর উল্টোমুখে সে বিড়ালের খোঁজে গিয়েছিলো শ্যামল। ভাগ্যবশত বিড়াল টি জীবিত ছিলো। আর এ বিড়ালের সাথে বোধ হয় শ্যামলের শত্রুতা রয়েছে,কারণ বিড়ালটি তার একদম কাছে ঘেঁষে না, তাকে স্পর্শ করতে আসলেই আঁচড় দিতে যায়। আজও তাকে আঁচড় দিতে চেষ্টা করেছিলো সেজন্যই ওকে স্টোর রুমে আটকে রাখা হয়েছিলো।
খাবার প্লেট আর বিড়ালটিকে রেখে বেরিয়ে যায় নুহা। কারণ এখন তাকে শ্যামলকে সামলাতে হবে। কোনোমতেই শ্যামলকে জানতে দেওয়া যাবে না তার আদেশ অমান্য করা হয়েছে। নির্মলা বেগম প্লেট হাতে নিলেন খাইয়ে দেওয়ার জন্য, তখনই তাকে সাফ না করে দেয় ইমন। সঙ্গে এ ও বলে দেয় যে নির্মলা বেগম থাকলে সে খাবে না। অনেকবার চেষ্টা করে ক্ষান্ত হয়ে চলে গেলেন তিনি। নির্মলা চলে যেতেই প্লেট নিয়ে চুপিচুপি পা ফেলে বেরিয়ে যায় ইমন। উদ্দেশ্য রিপাকে যেখানে আটক রাখা হয়েছে সেখানে যাওয়ার। বিনা আওয়াজে খুবই সন্তর্পণে দরজা ধীরে ধীরে খুলে ফেললো সে। চুপিচুপি রুমে ডুকে দরজা ভিড়িয়ে দিলো।তার পেছন পেছন বার্বিডল ও প্রবেশ করেছে।
রিপা ওয়ালে হেলান দিয়ে কাঁদছে। সারাদিন না খেয়ে থাকার ফলস্বরুপ, শরীর টা নেতিয়ে পড়েছে। তার মাথায় এক প্রশ্ন চলছে তাকে এভাবে আটকে রাখার কারণ কি? তখনই
কক্ষে অন্য কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সে। মুহূর্তেই রুমে অচেনা পুরুষকে দেখে নড়েবড়ে যায়। হাতে প্লেট নিয়ে তার সামনে দাড়িয়ে আছে ইমন। রিপা বললো,
‘আপনি? আপনি এখানে কেনো এসেছেন? আমি বলেছি না খাবো না?’
তার কথা বারবার জড়িয়ে যাচ্ছে, শরীরে বেশ জোর নেই। ইমন তার পাশ ঘেঁষে বসে মলিন মুখে বললো,
‘তুমি কাঁদছো কেনো? তোমাকে মেরেছে,না? আমাকেও মারে, ‘ভাইয়া’ না ডাকলে। তুমি ভাইয়া বলে দাও নি কেনো? তাহলে তো আর এত মারতো না। থাক কেঁদো না।’
রিপা যা বলতে উদ্বুত হয়েছিলো তা আর বললো না। নিজেকে যথাসম্ভব শান্ত করতে লাগলো। এ ছেলে তো পাগল, অযথা ওর উপর না আবার রাগ দেখিয়ে দেয়। রিপার একটা স্বভাব রয়েছে, সে নিজের রাগ কখনো অন্যের উপর দেখায় না। যার রাগ তার সাথেই মেটায়।
–‘আচ্ছা,আর কেঁদো না। আমি বকে দিবো। এখন খেয়ে নাও।’
—‘আমি খাবো না।’
—‘কেনো?’
—‘কারণ আমার খাওয়া শেষ।’
—‘মিথ্যা কথা, তুমি খাও নি। আমি দেখেছি ভাইয়া তোমার খাবার ফেলে দিয়ে তোমাকে এখানে আটকে রেখেছে। তুমি না খেলে আমি খেয়ে নিবো। মনে রেখো পরে কিন্তু আর পাবে না। ভাইয়া চলে আসবে।’
রিপা নিরুত্তর রইলো। ইমন করুণ সুরে বললো,
—‘ তাড়াতাড়ি খেয়ে নাও। ভাইয়া চলে আসবে। আর এসে আমাকে দেখলে আমাকে তো মারবে সাথে তোমাকেও মারবে।’
—‘তোমার ভাই তোমাকে মারে?’
–‘হ্যা,মারে। ভাইয়া খুব পঁচা। জানো, আমাকে না মাঝে মাঝে অন্ধকার ঘরে নিয়ে তেলাপোকা আর ইদুরের সাথে আটকে রাখে। ‘
বলতে বলতে ইমনের চোখ ছলছল করে উঠে।
বিড়ালটি মেউ মেউ ডেকে ইমনের পেছন থেকে বেরিয়ে আসলো। ইমনের গা ঘেষে শান্ত্বনা দিতে লাগলো, যেনো সে বুঝেছে তার মালিক কষ্ট পাচ্ছে। এ অবলা প্রাণীগুলো হয় খুবই প্রভুভক্ত। তাদের একটু আদর দিলেই অন্ধভক্ত হয়ে উঠে। রিপা ফ্যালফ্যাল চোখে বিড়ালের দিকে তাকালো। এ বিড়ালকে সে দেখেছিলো। একদল লোক ওকে মেরে ফেলার চেষ্টা করছিলো, ঠিক তখন ই সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো। এত সুন্দর বিড়াল দেখে ও তাদের মারতে দেয় নি। কাঠখড় পোড়ার মতোন অনুরোধ করে বাঁচিয়ে দিয়েছিলো। ভাগ্যের পরিহাসে দ্বিতীয়বার দেখা হয়ে গিয়েছিলো। স্থান টি ছিলো শপিং মলের সিড়ি লিফ্ট। বিড়াল টি সিড়িতে হুট করে দৌড়ে চলে এসেছিলো। এসেই বিপাকে পড়েছিলো, সিড়ি নিচে নামার সাথে সে ও লাফাচ্ছিলো। তখন সে ওকে আবারো বাঁচিয়েছিলো। সে অবাক হয়ে হাত বাড়িয়ে বিড়ালকে ছুঁয়ে দিলো। ইমনকে অবাকের সুরে প্রশ্ন করলো,
‘ এই বিড়ালকে কই পেয়েছেন?’
ইমন অভিমানের সুরে বললো,
‘ওকে বিড়াল বলবে না। ও আমার বার্বিডল।’
রিপা ভ্রুজোড়া কিঞ্চিৎ কুঁচকে নিলো। কি বললো? বার্বিডল! এটা তো মেয়ে মেয়ে লাগছে। বিড়ালের নাম তো হয়, মিনি,পুষি, ক্যাটি। সে কপালে ভাঁজ ফেলে বললো,
‘বার্বিডল?এটা আবার কেমন নাম?’
‘ খুব সুন্দর তাই না? জানো এটা আমি রাখি নি। প্রি্,,,’
তার কথার মাঝখানেই রিপা থামিয়ে দিলো। বিড়াল নিয়ে সে কথা বলে সময় নষ্ট করতে চায় না। তার এখনে জরুরী কথা জানার আছে। রিপা একটু খাবার মুখে তুলে বললো,
‘ তোমাকে আর কেউ মারে? তোমার বউ, বোন,মা উনারা?’
‘না। আমাকে আর কেউ মারতে পারে না। নুহা তো আমাকে দেখলে ভয় পায়। শিলা আপু সারাদিন ফোন কানে নিয়ে থাকে আর আম্মা সারাক্ষণ আমাকে আদর করে। মারে না, কিন্তু বউ কে? আমাদের ঘরে তো আর কেউ নেই। ‘
‘ওহ আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। তা নুহা তোমাদের কে হয়? ‘
কৌতুহল নিয়ে প্রশ্ন করে রিপা। তার ধারণা কিছু গন্ডগোল আছে। ইমনের বোকা বোকা কথায় সে বেশ কিছুই জানতে পারছে। ওকে ওর মতোই হ্যান্ডেল করতে হবে। ইমন খুশিতে গদগদ হয়ে বললো,
–‘ নুহা , নেহাখালামনির আম্মু। আমাদের যে নেহামনি আছে না উনার। জানো নেহাখালামনি এত বড় হয়েও নুহাকে আম্মু ডাকে। হি হি হি, কি লজ্জা।’
বলেই খিলখিল করে হাসলো ইমন। রিপা বুঝে ফেললো নুহা তাদের হয়তো খালাতো বোন। রিপা তার কথার ফুলঝুরি চালু রাখলো। কথায় কথায় জেনে ফেললো, প্রতি রাতে নুহা আর শ্যামল একসাথে থাকে। এটুকু শুনতেই তার গা ঘিনঘিন করে উঠলো। সে যা দেখেছে তার কিছুই ভুল নয়। তাদের কথার মধ্যেই রুমে এসে উপস্থিত হন নির্মলা বেগম। ইমন আর রিপাকে একসাথে দেখেই সে থতমত খেয়ে যান। কঠিন আদেশের সুরে ছেলেকে শাসিয়ে বললেন,
‘তুই এখানে এসেছিস কেনো? তোকে না নিষেধ দিয়েছিলাম?’
ইমন ভয়ে আড়ষ্ট হয়ে গেলো। রিপা তাচ্ছিল্যের সুরে বললো,
‘ কেনো, আমি সব জেনে যাবো বলে?’
‘এই মেয়ে তুমি বেশি কথা বলো? ‘
‘এখনো কিছু বলেছি কই? আর আমাকে এখানে আটকে রাখার কারণ কি? কেনো আটকে রেখেছেন? আমি যেতে চাই, যেতে দিন। আপনার ছেলের পরকীয়ার সকল ডিটেইলস জানা হয়ে গিয়েছি আমার।’
‘ এই, এই মেয়ে। কি “পরকীয়া” “পরকীয়া” লাগিয়ে রেখেছো? আমি ওর বউ। স্বামী, স্ত্রীর কিসের পরকীয়া? একটা থাপ্পর দিবো। ‘
কথাটা বলে চেঁচিয়ে ভেতরে আসলো নুহা। রাগে ঠোঁট কাপছে। তখন শ্যামলের ভয়ে কিছু বলতে পারে নি। এখন সব ঝাল মিটিয়ে নিবে। কৌশলে শ্যামলকে ঘুমের ঔষধ খাইয়ে এসেছে সে।
রিপা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলো। নুহার কন্ঠে তেজ শুনা যাচ্ছে। তার আওয়াজ বলে দিচ্ছে সে যা বলছে তার সব ঠিক। বেতালের মতো রিপা প্রশ্ন করলো,
—‘ তাহলে আমি কে?’
নির্মলা বেগম নির্লিপ্ত গলায় বললেন,
—‘ তুমি তার ভাবী। অর্থাৎ ইমনের বউ।’
—‘মানে? কি বলছেন ? ক্লিয়ারলি বলেন।’
–‘ ফুফুআম্মার কথার অর্থ হলো, তোমাকে ইমনের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এখন কারণ নিশ্চই জানতে চাইবে, তার জন্য বলে রাখি তোমার বাবা ইমনের সাথে তোমাকে বিয়ে দিবে না তাই এ চাল চেলেছি আমরা। যাই হোক শুনো, ভালো কথা মনে পড়েছে, এখন ফটাফট তোমার বাবাকে ফোন দিয়ে বলো তুমি ঠিক আছো,কদিন যেনো তিনি তোমাকে ডিস্টার্ব না করে। না বলতে চাইলে সমস্যা নেই, তোমার সুন্দর শরীরের সুন্দর ভিডিও সবার কাছে পৌঁছে দিবো। ‘
নুহার কথা শুনে রিপা তব্দা খেয়ে যায়। মাথায় যেনো বাজ ভেঙ্গে পড়েছে। মুখ বিশাল বড় হা করে তাকিয়ে রইলো তাদের দিকে। সবটুকু হজম করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ধাক্কাগুলোর বেগের গতি খুবই ভারী পড়লো তার উপর। নিজেকে কেমন আউলা-ঝাউলা লাগছে।
চলবে!
৪.
নুহার কথা শুনে রিপা তব্দা খেয়ে যায়। মাথায় যেনো বাজ ভেঙ্গে পড়েছে। মুখ বিশাল বড় হা করে তাকিয়ে রইলো তাদের দিকে। সবটুকু হজম করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ধাক্কাগুলোর বেগের গতি খুবই ভারী পড়লো তার উপর। নিজেকে কেমন আউলা-ঝাউলা লাগছে। পলকহীন চোখে কয়েক সেকেন্ড স্তব্ধ রইলো। খুবই শান্তস্বরে সে বললো,
‘ বিয়ের সময় কাগজপত্রের নামগুলো আমি পড়েছি। এবং বর কে ছিলো সেটাও দেখেছি। ‘
নুহা অকপটে জবাব দেয়,
‘ ওসব কিছুই সাজানো ছিলো। সবাইকে দেখানোর জন্য। ‘
রিপা একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইলো। নুহা এবার গলার সুর খানিকটা মিইয়ে বললো,
—‘ দেখো, যা হয়েছে হয়ে গিয়েছে। তুমি সব মেনে নাও। ধরে নাও এসব তোমার কপালে ছিলো। তাছাড়া তোমার বাবাও খুব অসুস্থ, তুমি নিশ্চই জানো তোমার সাথে এমন কিছু ঘটেছে জানলে উনার কি হতে পারে?’
রিপা জড়বস্তুর ন্যায় ওর দিকে তাকিয়ে রইলো। রিপার দৃষ্টিপাত দেখে, নুহা কন্ঠে আরো খানিকটা মধু মাখালো। রিপার বাহুতে আদরের সুরে হাত বুলিয়ে বললো,
‘ আমার তোমার জন্য খুব খারাপ লাগছে। কিন্তু কি করবো বলো? আমিও নিরুপায় । ইমন ভাই তোমাকেই পছন্দ করেছিলেন। তোমাকেই বার্বিডল মানেন। তাছাড়া উনি তো সুস্থ হয়ে যাবেন। উনার ট্রিটমেন্ট চলছে। আর উনি সুস্থ হয়ে গেলো উনার চাকরী আবারো ফিরত পাবেন, তাহলে তো তোমার লাইফ পুরো স্যাটেল। এর জন্য শুধুই তোমার খানিকটা ধৈর্য্য দরকার। তুমি বুদ্ধিমতি, আমার থেকেও তোমার বেশি জ্ঞান। তাই সিদ্ধান্ত তোমার হাতে ছেড়ে দিলাম।’
রিপা এবারো কোনো পরিবর্তন দেখালো না, সে শুধু তাকিয়ে রয়েছে। নির্মলা বেগম খাবারের প্লেট নিয়ে এসে রিপার মুখের সামনে ধরে বললেন,
‘ ছেলেটা আমার প্রাণ রে মা। তার অসুস্থতা আমাকে স্বার্থপর বানিয়ে দিয়েছিলো তাই তোমার দিক টা দেখতে পাই নি। স্বার্থপর মা হয়ে গিয়েছিলাম। তোমার কাছে অনুরোধ, আমাকে ক্ষমা করে সব মেনে নাও। বিনিময়ে যা চাও তাই দিবো।’
রিপা খাবার টুকু মুখে নিলো। কোনোরকম নাড়াচাড়া না করে ধীরে ধীরে গিলে ফেললো। নির্মলা বেগম তাকে খাবার খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে তার অনুরোধ বাড়ছিলো বৈ কমছিলো না। রিপা চুপচাপ সব হজম করছে। রিপার নিরবতায় দুজনে পলকেই বদলে তার সামনে অনুরোধের হাত পেতে রইলেন। সে যা চাইবে তারা তা ই করবে এ কথাও বললেন। রিপা তাকিয়ে দেখলো, ইমন খেলতে খেলতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। সে এখন গোলক ধাঁধাঁয় আটকে আছে। নুহা আলমারি থেকে ভালো এক সেট সুতি জামা নিয়ে এসে তাকে ফ্রেশ হয়ে নিতে বললো। রিপা কোনোরকম রিয়েক্ট না করে ফ্রেশ হয়ে নিলো। সে বের হয়ে দেখলো দুজনেই বসে আঙ্গুল কচলাচ্ছেন। তারা টেনশনে রয়েছে তা বুঝতে বেগ পেতে হলো না রিপার। বেশ কিছুক্ষণ মৌনতা পালন করলো সে। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে স্বাভাবিক কন্ঠে তাদের উদ্দেশ্য বললো,
‘ আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই।’
নির্মলা বেগম এবং নুহা সম্মতি জানিয়ে উঠে পড়লো। দুজনের ভেতর কিছুটা হালকা হয়েছে। তারপর যে যার রুমে চলে গেলো ঘুমুতে। নুহা যাওয়ার পূর্বে শ্যামলের রুমে একবার উঁকি দিয়ে গেলো। ঘন্টাখানেক পেরোতেই ঘুম ভেঙ্গে যায় শ্যামলের। হকচকিয়ে উঠে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাড়ে বারোটা। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ঝিমুতেই মনে পড়ে গেলো রিপার কথা। তাকে তো সে খাবার না দিয়ে আটকে রেখেছে। দ্রুত নাকেমুখে উঠে রান্নাঘর থেকে একটা শুকনো রুটি নিলো, সাথে একটা ডিম ভেজে নিলো। প্লেট নিয়ে হড়বড়িয়ে দরজা খুলে প্রবেশ করলো সে। সাথে সাথে ঘুম ভেঙ্গে যায় রিপার। রিপার ঘুম খুবই পাতলা। হালকা আওয়াজ শুনলেও তার ঘুম ভেঙ্গে যায়। রিপা চোখ বন্ধ করে দেখতে চাইলো শ্যামল কি কি করে? হাতেনাতে শ্যামলের কু-উদ্দেশ্য ধরার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে রিপা। শ্যামল এসেই তাকে ডাকতে লাগলো। তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। রিপা নড়লো না। মনে মনে ভেবে নিলো,তাকে ঘুমে বিভর দেখে কি করে সেটা দেখবে। কিন্তু শ্যামল আশানুরূপ কিছুই করলো না। তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে, চলে গেলো। রিপা চোখ খুলে অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড বাদে আবারো তাকে ফিরে আসতে দেখে চোখদুটো পুনঃপুন বুজে নিলো সে। শ্যামল পানির গ্লাস নিয়ে এসেছে। বাম হাতে গ্লাস নিয়ে, ডান হাতের আঙ্গুলে পানি নিয়ে তার মুখের উপর ছিঁটা দিলো। রিপার মুখমন্ডল তার অজান্তেই কুচকে ফেললো। ঘুমের ভান বেশিক্ষণ করতে পারলো না। চোখ মুখ কুচকাতে দেখে শ্যামল আবারো পানি ছিঁটালো। রিপা এবার চোখ মেলে স্বাভাবিকভাবে তাকালো। তাকানো দেখে শ্যামল খাবার প্লেট এগিয়ে বললো,
‘ খেয়ে নাও। প্রথমবার বলে মাফ করে দিয়েছি। এরপর হলে আর কখনো মাফ হবে না।’
রিপা চুপচাপ তাকিয়ে রইলো। শ্যামল তাকে নেওয়ার জন্য আরেকবার বললো কিন্তু কোনোরুপ সাড়া পেলো না। তৃতীয়বার বেশ ঝাঁঝালো গলায় বলতেই সে প্লেট হাতে নিলো। ডিমের কুসুম কাঁচা দেখে বললো,
‘আমি কুসুম কাঁচা খাই না।’
শ্যামল চোখ বন্ধ করে কপালে ভাজ ফেললো। কন্ঠে দ্বিধাবোধ ফুটিয়ে বললো,
‘ আমি কুসুম কাঁচা খাই সেজন্য ভুলে ভুলে আপনার জন্যও নিয়ে এসেছি।’
‘আপনি’ সম্বোধন শুনে রিপা খানিক সময় স্তব্ধ রইলো। শ্যামল তাকে, ‘তুমি এবং তুই’ সম্বোধন করেছিলো। এখন স্বাভাবিক অবস্থায় আপনি বলেছে। অর্থাৎ নুহার বলা কথাগুলো সত্য। সে শ্যামলের ভাবী, নুহা তার ভাবী নয়। খাবার দিয়ে যাবার সময় শ্যামল তাকে বললো,
‘মেয়ে মানুষ, দরজা লাগিয়ে ঘুমাবেন। ‘
রিপা হুট করে কেঁদে ফেললো। হু হু করে কান্নার আওয়াজ শুনে শ্যামল দাড়িয়ে পড়লো। রিপার চোখের পানি স্রোতের মতো গাল বেয়ে গড়িয়ে পড়ছে, একবারও থামছে না। কাঁদতে কাঁদতে সে বলে উঠলো,
‘ দরজা লাগিয়ে কি হবে? আমার সাথে যা হবার তা হয়েই গিয়েছে। ‘
কথাটা শেষ করে খানিকটা দম নিলো। কঠিন গলায় বললো,
‘ আমার জীবন কেনো এমন করলেন? আমার কি দোষ ছিলো? আমি ই কেনো? জানতে চাই আমি,কোন দোষে আমার সাথে এমন প্রতারণা করেছেন?’
শ্যামল নিশ্চুপ রইলো। রিপা তেজী কন্ঠে প্রশ্ন করলো,
‘জবাব দেন। কেনো প্রতারণা করেছেন? কেনো একটা প্রতিবন্ধীর সাথে আমাকে বিয়ে দিয়েছেন? ‘ খানিকটা দম নিয়ে নাক টেনে টেনে আবারো বললো, ‘ আমার বিয়ে তো আপনার ভাইয়ের সাথে ঠিক হয় নি,হয়েছিলো আপনার সাথে। নিজের বউকে ভাবী পরিচয় করিয়ে দেওয়ার সময় একটুও লজ্জা করে নি? বিবাহিত হয়ে অবিবাহিত পরিচয় দিয়ে অন্য ছেলের সাথে আমাকে ঠকিয়ে বিয়ে দিতে লজ্জা লাগে নি? আমাকে অচেতন করে রেপ করে ভিডিও করতে হাত কাঁপে নি। আমার সাথে কি আপনার কোনো শত্রুতা ছিলো যে আপনি এমন করেছেন? আরে আমি তো আপনাকে চিনি ই না,তাহলে কেনো এমন করেছেন?বলুন, চুপ থাকবেন না।’
কথা বলতে বলতে নিচে হাটুগেড়ে বসে পড়লো সে। শ্যামল চোখেমুখে বিষ্ময় ফুটিয়ে বললো,
‘ এসব কে বলেছে?’
রিপা শক্ত গলায় বললো,
‘সব জেনে গেছি আমি। উনারা আমাকে সব বলে দিয়েছেন। ‘
শ্যামল নিরুত্তর রইলো। রিপা নিজেকে শক্ত করে উঠে পড়লো, বিছানার পাশ থেকে ছুরি বের করে শ্যামলের সামনে নিয়ে আসলো। এই ছুরিটা রুমেই পেয়েছিলো সে,তখনই লুকিয়ে রেখেছে। সাথে মাথায় ফন্দিও এটেছে।
‘আপনারা সবাই যে জাল বুনেছেন তার জন্য সমবেদনা। আমি কখনোই এসব মেনে নিবো না। তার থেকে বরং মৃত্যুকে গ্রহণ করে নিবো। মনে রাখবেন মরলে একা মরবো না, আপনার পুরো পরিবার কে সম্পূর্ণ ফাঁসিয়ে সারাজীবন জেলের ভাত খাওয়ানোর পূর্ণ ব্যবস্থা করে যাবো। আমার মতো দ্বিতীয় কারো সাথে কিছু করার ছিঁটেফোটাও সুযোগ রাখবো না। এমনিতেই আমার যে শরীর পর-পুরুষ ছুয়েছে সে শরীর আমি রাখবো না। শেষ করে দিবো সব সাথে আপনাদের।’
‘ পাগলামি করবেন না। ছুরি টা ফেলে দেন। আমার কথা শুনুন। আমি সব বলছি, আপনি এমন কিছু করবেন না। ‘
‘ এ শরীরে এখন শুধু রক্ত,পানি আছে, কোনো প্রাণ নেই। আমি তো মরেই গিয়েছি তখনই যখন জানলাম পর-পুরুষ ছুঁয়েছে। ‘
শ্যামল রিপা কে বুঝাচ্ছে উল্টাপাল্টা কিছু না করতে। সে যা চাইবে তাই করবে ও। কিন্তু রিপা শুনতে চাইছে না। কথা বলতে বলতে রিপার একদম কাছে এসে খপ করে ওর হাত থেকে ছুরি টা নিয়ে নিলো সে। অন্য হাত ওর গালের সামনে এনে থামিয়ে নিলো। হত নামিয়ে ফেলে
চোখ বন্ধ করে দাঁত চেঁপে বললো,
‘ প্রথমত আমি কোনো পর-পুরুষ নই তোমার স্বামী। দ্বিতীয়ত,তোমাকে কিছুই করি নি। এমনকি একবারও স্পর্শ করি নি। তোমাকে ওমন এলেমেলো নুহা করেছিলো শুধু মাত্র ভয় দেখাতে। দমিয়ে রাখার জন্যই ওই মিথ্যা বলা হয়েছিলো। কোনো কিছুই হয় নি তোমার সাথে। বুঝেছো তুমি?’
চলবে!
May be an illustration of standing and text

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..