** গরমের রম্য ** — রুমি চৌধুরী
-
আপডেট টাইম :
শনিবার, ৩ জুলাই, ২০২১
-
২৩৯
বার
ওরি বাবা! ওরি বাবা!
কী গরম! কী গরম!
গরমের চরমেতে
অনেকেই বেশরম।
তাপ নাকি বেড়েছে
সাঁইত্রিশ ডিগ্রি
বরফের কারখানা
চালু করো শীঘ্রই।
ভ্যাপসা এ আবহাওয়ায়
প্রাণ করে হাঁসফাঁস
জলবায়ু হেসে বলে
দেখে নাও সেলুকাস!
খুকীটার আবদারও
এসময় মিছা না
শাওয়ারের নিচে নাকি
করবে সে বিছানা।
ঝোপ বুঝে কোপ মারে
এসিওয়ালা বদ্দা
ফ্যানঅলাও খুশি মনে
খায় পান জর্দা।
বাজারেও লেগেছে
গরমের ধাক্কা
তাই দেখে কর্তার
মেজাজটা পাক্কা।
গরমের এই জ্বালা
যাবে কোন্ মলমে?
লেখাও আর আসছে না
লেখকের কলমে

নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply