-আমি আর মাদ্রাসায় যামুনা মা।
ওহাবের গলায় করুন আকুতি।
-ক্যারে যাতে হারাদিন টইটই কইরা আজাইরা ঘুরতে পারস?
ঝাঁঝালো গলায় খেঁকিয়ে উঠল আমেনা বেগম।
-হুজুরে আমারে খালি মারে।
– কথা হুনবিনা তায় কি আদর করব!
অভাবের টানাপোড়েনে ধর্মভীরু আমেনা বেগম সন্তানকে মাদ্রাসায় পাঠানোই একমাত্র উপায় মনে করে।
কিছুদিন পর…
মাদ্রাসা থেকে ওহাবের লাশ আসে।
আমেনা বেগমের গগনবিদারী চিৎকারে আকাশ বাতাস কম্পিত হয়ে ওঠে।
পুরো ভার্চুয়াল জগতে ছেয়ে যায় খবরে
” মাদ্রাসায় হুজুরের বেধড়ক পিটুনিতে সাত বছরের ছেলের নির্মম মৃত্যু! “
সারা দেশে সব মিডিয়া, থানা পুলিশ,ইত্যাদিতে ব্যপক তোলপাড়ের পর একসময় সমস্ত কিছু নিস্তব্ধও হয়ে যায়।শুধু মায়ের বুকে জমে রয় ছেলে হারানোর ক্ষত!
Leave a Reply