লাল চুড়ি আর আলতা রাঙা হাতে,
সাদা শাড়ি, খোলা চুল, ঝুমকো সাথে,
কোনো এক সন্ধ্যায় এসে দাঁড়াবো হঠাৎ,
বলবো তোমায়, দেবে কি একটু সাথ?
হাতে হাত রেখে হাঁটবো দুজন,
ভাববো, এভাবেই যদি কেটে যেত জীবন,
সময় যদি থমকে যেত,
পথ দিগন্তে মিলিয়ে যেত,
তবে কি খুব ক্ষতি হতো?
Leave a Reply